Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কাঞ্চনকে নিয়ে ফেসবুকে পোস্ট শ্রীময়ীর

‘হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু…’, কাঞ্চনকে নিয়ে ফেসবুকে পোস্ট শ্রীময়ীর

‘হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু…’, কাঞ্চনকে নিয়ে ফেসবুকে পোস্ট শ্রীময়ীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু…’, কাঞ্চনকে নিয়ে ফেসবুকে পোস্ট শ্রীময়ীর , কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ– তাঁদের দু’জনের বয়সের ফারাক বেশ অনেকটাই। তবু তাঁদের নিয়ে টলিউডের আনাচে কানাচে নানা গুঞ্জন। শুধু কি গুঞ্জন? কাঞ্চনের স্ত্রী পিঙ্কি সরাসরি অভিযোগ এনেছিলেন শ্রীময়ীর উপর। এর পর অনেক দিন কেটেছে। মাঝে একসঙ্গে ছবি না দিলেও কাঞ্চনের বাড়ির কালীপুজোর পর থেকেই যেন সে আগল ঘুচেছে। এবার কাঞ্চনের সঙ্গে কাটানো দশ বছরের স্মৃতি নিয়ে আবেগি শ্রীময়ী। শেয়ার করলেন ছবিও। তিনি জানেন, ছবি নিয়ে বিতর্ক হবেই, কিন্তু তাতে কী? কাঞ্চনকে নিয়ে অকপট ছোট পর্দার এই পরিচিত মুখ।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, ২০২১ নাগাদই কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত হয়। কাঞ্চনের স্ত্রী পিঙ্কির সঙ্গে দেখা করতে শ্রীময়ী-কাঞ্চন গিয়েছিলেন চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই বচসায় জড়ান তাঁরা, যা গড়িয়েছিল থানা পর্যন্ত। পিঙ্কির অভিযোগ ছিল কাঞ্চন ও তাঁর বান্ধবী শ্রীময়ী তাঁকে ও তাঁদের তাঁদের সন্তানকে হুমকি দেন। অন্যদিকে কাঞ্চনও পাল্টা অভিযোগ দায়ের করেন পিঙ্কির বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তাল হয়ে উঠেছিল টলিউড। সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তাপ যদিও আজ অনেকটাই ফিকে। তবে কাঞ্চনের পাশে রয়ে গিয়েছেন শ্রীময়ী। স্ত্রীর সঙ্গে বিধায়কের দূরত্ব বেড়েছে কয়েক আলোকবর্ষ।

 

 

 

আরও পড়ুন – সন্তানকে হারিয়ে ভাঙা মন নিয়ে রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো

 

 

 

 

 

 

২০১৩ সালে প্রথম বার উত্তরপাড়ার বিধায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রীময়ী। আবারও দশ বছর পর তাঁরা একসঙ্গে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-সিরিয়ালে এতদিন শ্রীময়ী অভিনয় করছিলেনই। এবার সেখানে হাজির কাঞ্চনও। সেট থেকেই একসঙ্গে ছবি শেয়ার করে শ্রীময়ী লেখেন, “২০১৩সালে প্রথম তোমার সঙ্গে স্ক্রিনশেয়ার,আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম। এর পরেই অকপট অভিনেত্রী। লেখেন, “তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি,জীবনে অনেক শেখা বাকি আছে,,হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভাল অভিনেতাই নয়,একজন ভাল মনের মানুষও”। ধারাবাহিকটিতে শ্রীময়ীর চরিত্রের নাম সুধাময়ী। অন্যদিকে কাঞ্চন এসেছেন হরিদাস হয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top