
টলিউড অভিনেত্রী শ্রীলেখা (Srilekha) মিত্রের পশুপ্রেম সম্পর্ক সকলেই জানেন কমবেশী। এই ভালবাসা থেকেই ইতিপূর্বে পথকুকুরদের দত্তক নিলে ডেটে যাবেন বলেও নেট মাধ্যমে জানিয়েছিলেন তিনি। কথা দিয়ে সেই কথা রেখেছিলেন শ্রীলেখা। পথকুকুর দত্তক নিতে রাজি হওয়া রেড ভলান্টিয়ার্স শশাঙ্ক ভাভসারের সঙ্গে ডেটে গিয়েছিলেন অভিনেত্রী।
জানা গিয়েছে, আচমকা দুর্ঘটনায় মৃত সেই দত্তক নেওয়া পথপশু। খবর ছড়িয়ে পড়তেই নেট মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা(Srilekha) । বর্তমানে তিনি জুরিখে। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ আমন্ত্রণ পেয়েই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে।
আর ও পড়ুন কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ (Thalaivi’s) সিনেমা মুক্তি আগামী ১০ সেপ্টেম্বর
সেখানে চূড়ান্ত ব্যস্ততা সত্ত্বেও নেট মাধ্যমে ক্ষিপ্ত শ্রীলেখা (Srilekha) লেখেন, ‘শশাঙ্ক তুমি না রেড ভলান্টিয়ার্স! আমার কাছ থেকে যে কুকুর ছানাটিকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার হয়? বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন আস্পর্ধায়, আমার সঙ্গে ডেটে যাওয়ার লোভে? তুমি রেড ভলান্টিয়ার্সের নামে কলঙ্ক। তোমাকে হাতের সামনে পেলে মেরেই ফেলতাম। আমি নিজেকে ক্ষমা করব না এই বাজে ছেলেটিকে ভরসা করে। এর শেষ দেখে ছাড়ব শশাঙ্ক।’
যদিও শ্রীলেখার লেখা নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন শশাঙ্ক। জানান, তাঁর বাড়ি রাস্তার পাশে। কোন সময় বেরিয়ে যাওয়ার পর দুর্ঘটনা ঘটেছে, তা জানতে পারেননি শশাঙ্ক। যদিও এই অপরাধের সমস্ত দায় মাথা পেতে নিয়েছেন তিনি।
সেই সঙ্গে এও জানিয়েছেন, রেড ভলান্টিয়ার্স হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। আগামী দিনেও থাকবেন। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার উদ্দেশ্য তাঁর কখনই ছিল না।