তৃতীয় লিঙ্গের মানুষের প্রশংসা পেলেন শ্রীলেখা মিত্র

তৃতীয় লিঙ্গের মানুষের প্রশংসা পেলেন শ্রীলেখা মিত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২জুলাই ২০২১: অনেকরকম আক্রমণের মুখে পড়েছেন শ্রীলেখা মিত্র অনেক আগে থেকেই। তবে এবার সেই সব কিছু থেকে একদম অন্যরকম শুভেচ্ছা পেলেন অভিনেত্রী। এক ছবি শেয়ার করে শ্রীলেখা লিখছেন, “গতকাল ছবিটি তুলেছি।

ওঁদের সঙ্গে যতবার দেখা হয়, ততবার আমার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করেন। কখনও সখনও আমাকে চিনতে পারে, প্রশংসা করে, আমার লিপস্টিকের শেড নিয়েও নানা কম্লিমেন্টে ভরিয়ে দেয়। কিছু ভাল থাকার-ভালবাসার মুহূর্ত ছড়িয়ে দিলাম যা আমায় আনন্দ এনে দেয়।” যে সেলফি অভিনেত্রী শেয়ার করেছেন তাতে তিনি একা নন। গাড়ির কাচের বাইরে উঁকি দিচ্ছে আরও এক মুখ, সেই মুখ এক তৃতীয় লিঙ্গের প্রতিনিধির। এক গাল মিষ্টি হাসি, বুঝিয়ে দিচ্ছে অবহেলা নয়, সেলফির আহ্বানে তিনি খুশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top