SSC নিয়োগের দুর্নীতি মামলায় ২ সদস্যকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ আদালতের। সোমবার এসএসসি নিয়োগ মামলায় উপদেষ্টা কমিটির দুই সদস্যকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের মধ্যে সিবিআই-এর কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সোমবার সেই নির্দেশের বিরুদ্ধেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন স্কুল শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির চার সদস্য।
হাইকোর্ট এই মামলা গ্রহণের পর নির্দেশ দেন দুই সদস্য সিবিআই দফতরে হাজিরা দেবেন। বাকি দু’জন বেলা একটার সময় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে আসবেন। এরমধ্যে অলোককুমার সরকার এবং তাপস পাঁজাকে এদিন সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। শুধু তাই নয়, তাদের উপস্থিতি নিশ্চিত করতে কলকাতা পুলিশকে নির্দেশ আদালতের। হাইকোর্টের কাছে ওই চার ব্যক্তির দাবি, তারা কোনও সিবিআই দফতরে হাজিরার কোনও অর্ডার পায়নি। অন্যদিকে, সিবিআইয়ের দাবি স্কুল শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ওই চার সদস্যকে হোয়াটঅ্যাপ করে নোটিসের সঙ্গে অর্ডার কপিও পাঠানো হয়েছে।
একইসঙ্গে তাদের যুক্তি এর জবাবে চারজন আলাদা করে একই ভাষায় সিবিআইকে চিঠি লিখেছে। যেখানে জানানো হয়েছে যে, এই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য। আদালত এই পরিপ্রেক্ষিতে বলে, ”মামলাকারীরা অর্ডার জানেন না তা বিশ্বাস হয় না। কোনও অভিযোগ থাকলে শুনানিতে বক্তব্য পেশ করা হোক।” এরপরই দুই সদস্যকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
আর ও পড়ুন ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের তৎপরতায় গ্রেফতার এক দুস্কৃতী
উল্লেখ্য, সোমবার এসএসসি নিয়োগ মামলায় উপদেষ্টা কমিটির দুই সদস্যকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের মধ্যে সিবিআই-এর কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সোমবার সেই নির্দেশের বিরুদ্ধেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন স্কুল শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির চার সদস্য।