‘গ্রুপ ডি’ নিয়োগ ঘিরে অনিশ্চয়তা রয়েই গেল, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি

‘গ্রুপ ডি’ নিয়োগ ঘিরে অনিশ্চয়তা রয়েই গেল, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘গ্রুপ ডি’ নিয়োগ ঘিরে অনিশ্চয়তা রয়েই গেল, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি , কলকাতা হাইকোর্টের  (Calcutta Highcourt)নির্দেশে চাকরিচ্যুত করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি (SSC Group D) পদে নিযুক্ত ১৯১১ জন। নির্দেশ ছিল ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং-এর মাধ্যমে দিতে হবে চাকরি। সম্প্রতি সেই মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতে পিছিয়ে গেল সেই মামলা। সোমবার শুনানি হওয়ার কথা থাকলেও মামলাটি পিছিয়ে গিয়েছে। আগামী বুধবার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চে হবে এই মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশে ১৯১১ চাকরি চলে যাওয়ার পর, চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সেই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।

 

 

 

 

 

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিচ্যুতরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে, তবে বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। তবে, সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে। ফলে, নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। চাকরিচ্যুতরা শীর্ষ আদালতে দাবি করেছে, সব পক্ষের কথা না শুনেই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিয়চারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gmgopadhay)।

 

 

 

আরও পড়ুন –   দক্ষিণের তিন জেলার শিলাবৃষ্টির পূর্বাভাস, কলকাতায়ও কি বৃষ্টি চলবে? কবে পর্যন্ত?

 

 

 

 

২০১৬ সালে এসএসসি-র গ্ৰুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের পর ওএমআর দুর্নীতির কথা জানিয়েছিল আদালতে। ওএমআর শিটে কারচুপির তথ্য যায় স্কুল সার্ভিস কমিশনেও। সিবিআই-এর দেওয়া তথ্য যাচাই করার পর কারচুপির কথা স্বীকার করে নেয় এসএসসি (SSC)। এরপরই চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top