‘টাকা-গয়না কি আপনার’! আদালতের পথেই উদ্ধার হওয়া অর্থ নিয়ে প্রশ্নের মুখে পড়েন শান্তিপ্রসাদ, কী বললেন তিনি? ২৪ ঘণ্টা আগেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা। সোনা কার? লাখ লাখ নগদ টাকাই বা কার? শান্তিপ্রসাদকে দেখে ধেয়ে এল প্রশ্ন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattapdhay) একদা ঘনিষ্ঠ, তাঁর গড়া কমিটির মাথায় থাকা শান্তিপ্রসাদ সিংহকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। তার ২৪ ঘণ্টা আগে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেড় কেজি ওজনের সোনা আর ৫০ লক্ষ টাকা। পাওয়া গিয়েছে দেড় হাজার এসএসসি প্রার্থীর নামের তালিকাও। আদালত চত্বরে শান্তিপ্রসাদকে দেখেই তাই প্রশ্ন করা হয় টাকা আর সোনা কার, তা নিয়ে। জিজ্ঞাসা করা হয়, ওই টাকা এবং সোনা কি আদতে তাঁরই? জবাবে অবশ্য মুখে রা কাড়েননি শান্তিপ্রসাদ (Shanti Prasad Sinha)।
সিবিআই সূত্রের খবর, বুধবার শান্তিপ্রসাদের (Shanti Prasad Sinha) বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে, তার একটিতে ১৫০০ চাকরিপ্রার্থীর নাম ছিল। আর একটি নথিতে সম্পত্তি সংক্রান্ত একটি নথিও মেলে। তাতে শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর নাম ছিল। অবশ্য সিবিআই সরাসরি শান্তিপ্রসাদের (Shanti Prasad Sinha)নাম করেনি। তারা শুধু বলেছিল, এসএসসির প্রাক্তন এক উপদেষ্টার বাড়ি থেকে সোনা, নগদ টাকা এবং নথি উদ্ধার হয়েছে। তবে সেই উপদেষ্টা যে শান্তিপ্রসাদই, তা বুঝতে অসুবিধা হয়নি। কারণ তাঁর বাড়িতেই সকাল থেকে তল্লাশি শুরু করেছিল সিবিআই (CBI)।
আরও পড়ুন – অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদনে সায় সিবিআইয়ের বিশেষ আদালতের
গত ১০ অগস্ট এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই (CBI)। এই সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। বৃহস্পতিবার অর্থাৎ আজ আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে নামার পরেই তাঁকে লক্ষ্য করে ওই প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকেরা। জবাবে তাঁদের দিকে একবার তাকানওনি এএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা । মুখ নিচু করে হনহনিয়ে হেঁটে তিনি সোজা ঢুকে যান আদালতের ভিতরে। কোনও কথা বলেননি তিনি।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )