
সোহা আলি খান
পতৌদি ( Star ) বংশের সন্তান সোহা। সইফের বোন হিসাবে বা মনসুর কন্যা অথবা শর্মিলা ঠাকুরের ছোট মেয়ে হিসাবেই সোহার পরিচিতি আটকে নেই। তিনি বলিউডের একজন অভিনেত্রী হিসাবেও আত্মপ্রকাশ করেছেন বহু বছর আগে। দাদা সইফের মতো তিনিও অভিনয়কে পেশা হিসাবে ( Star ) গ্রহণ করেন। তাঁর ঠাকুমা সাজিদা সুলতানা ছিলেন ভোপালের বেগম।
সাগরিকা ঘাটে
জাহির খানের পত্নী হওয়ার বহু আগে বলিউডে ( Star ) পাড়ি জমিয়েছেন সাগরিকা ঘাটে। আপাতত তিনি একাবের জাহির-ঘরনী হয়ে সংসার জীবনে ব্যস্ত হলেও ‘চক দে ইন্ডিয়া ‘ স্টার সাগরিকার পরিচিতি বলিউডের অভিনেত্রী ছাড়াও, আরও একটি দিকে রয়েছে। তিনি কোলহাপুর রাজবংশের বিজয়সিং ঘাটের কন্যা। কোহলা পুরেরের কাহাল পরিবারের রাজরক্ত বইছে সাগরির দেহে!
রাইমা সেন
মুনমুন সেনের ( Star ) কন্যা তথা সুচিত্রা সেনের নাতনি হওয়ার পাশাপাশি কোচবিহার রাজবংশের dynastyকন্যা হিসাবে পরিচিতি রয়েছে রাইমা সেনের। তবে তিনি রাজ ঘরানার অংশ হয়েও মা বা দিদিমার মতো করে অভিনয়কেই আপন করে নেন। এদিকে, যেমন কোচবিহার রাজ বংশের সঙ্গে রাইমার সম্পর্ক রয়েছে, তেমনই বরোদা রাজবংশের সঙ্গেও রয়েছে তাঁর যোগ।
রাইমা ও রিয়া সেনের বাবা ভারত দেব বর্মনের ঠাকুমা ইন্দিরা দেবী ছিলেন বরোদার গায়কোয়াড় রাজবংশের কন্যা। মহারাজ সায়াজিরাও এর একমাত্র কন্যা ছিলেন তিনি। রাইমার বাবা ভরত দেব শর্মা ত্রিপুরা রাজবংশের সদস্য। রাইমার ঠাকুমা ইলাদেবীর সঙ্গে রয়েছে কোচবিহার রাজবাড়ির যোগ। যাঁর বোন গায়ত্রী দেবীও ছিলেন রাজমাতা।
আর ও পড়ুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি মাসেই দুয়ারে রেশন ( Ration ) চালু হচ্ছে
সইফ আলি
খান মধ্যপ্রদেশের পতৌদি রাজবংশের সন্তান সইফ। পতৌদি পরিবারে মনসুর খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের সন্তান অই রাজপুরুষ সইফ মায়ের মতোই বলিউডকে বেছে নিয়েছিলেন। বাবা নামী তারকা ক্রিকেটার হলেও সইফের পছন্দ ছিল মা শর্মিলার মতো করে অভিনয়কে পেশা করে নেওয়া। রাজ বংশের সদস্যদের মধ্যে বহু ধরনের আচার ব্যবহার পান করার রীতি রয়েছে। তবে সেই সবকে মাথায় রেখেও সইফ নিজের মতো করে অভিনয় জগতে এগিয়ে চলেন।
আর ও পড়ুন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ( University ) ক্যাম্প অফিস উদ্বোধন
ভাগ্যশ্রী
‘ম্যায়নে প্যায় কিয়া’ ফিল্মের মিষ্টি নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেই বহু পুরুষ হৃদয় জয় করে নেন ভাগ্যশ্রী। এরপর সলমন খানের সেই সহ তারকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পর পর বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন এই বলিউড তারকা। মূলত, মহারাষ্ট্রের সাংলির পটবর্ধন পরিবারের সন্তান ভাগ্যশ্রী। সাংলির রাজা বিজয় সিংরাএ পটওয়ারধনের মেয়ে ভাগ্যশ্রী।