সুখবর! 500 সাবস্ক্রাইবার থাকলেও হবে ইনকাম,ঘোষণা ইউটিউবের,ইউটিউব আয়ের পথ এখন আরও সোজা,ইউটিউবে ভিডিও বানান?তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। সাবস্ক্রাইবার কম থাকলেও মনিটাইজ হবে অ্যাকাউন্ট(YouTube Monetization)।এদিন গুগল মালিকাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম ঘোষণা করে জানিয়েছে,এবার থেকে 500 সাবস্ক্রাইবার থাকলেও টাকা আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।
এবার থেকে সাবস্ক্রাইবার কম থাকলেও ক্রিয়েটররা একটি নির্দিষ্ট রেভেনিউ-এ পৌঁছতে পারবেন এবং একই সঙ্গে দর্শক সংখ্যাও বাড়াতে পারবে।তবে যে সব চ্যানেল ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে শর্ত মেনে চলছে তাদের এই নিয়ম নিয়ে ভাবার দরকার নেই।
সাবস্ক্রাইবার কম এবং উপার্জন না হওয়ায় অনেকেই ইউটিউবে ভিডিও বানানোর উত্সাহ হারিয়ে ফেলেন।তবে এই সিদ্ধান্ত অনেক ছোট ছোট শহরের কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।আসন্ন দিনগুলিতে তারা তাদের সীমিত পরিধি ছাড়িয়ে একটা ভালো পরিমাণ দর্শকের কাছে পৌছতে পারবে।পাশাপাশি নিজেদের দক্ষতার মাধ্যমে অল্প সাবস্ক্রাইবার এবং কম শর্টস ভিউ- থেকেও মোটা টাকা উপার্জন করতে পারবে।
অনেকেই আছেন যারা ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক সময় ব্যয় করেন।কিন্তু এত প্রচেষ্টার পরে অ্যাকাউন্ট মনিটাইজ হয় না।এদিন ক্রিয়েটরদের সেই কথা শুনে তাদের জন্য বড় ঘোষণা করেছে ইউটিউব।
জানা গিয়েছে,নুন্যতম সাবস্ক্রাইবার কাউন্ট 1000 থেকে কমিয়ে 500 করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।পাশাপাশি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ হওয়ার জন্য যে সব শর্ত রয়েছে সেগুলিও কমিয়েছে সংস্থা যাতে মনিটাইজেসনের সংখ্যা বৃদ্ধি পায়।এর আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হত ক্রিয়েটরদের।যার মধ্যে অন্যতম শর্ত হল 1,000 সাবস্ক্রাইবার।যা এদিন কমিয়ে 500 সাবস্ক্রাইবার করা হয়েছে।এ ছাড়া ওয়াচ হাওয়ার কমানোরও সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
ওয়াচ হাওয়ার 4,000 থেকে কমিয়ে 3,000 করা হয়েছে।শর্টস ভিডিওর ক্ষেত্রে ভিউ 10 মিলিয়ন থেকে হ্রাস করে 3 মিলিয়ন করা হয়েছে। জানা গিয়েছে,এই নতুন নিয়ম প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেন,কানাডা,তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ায় চালু করা হবে।
আরও পড়ুন – কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, তার মধ্যেও জেলায় জেলায় জারি আরও এক…
এখন থেকে কোনও কনটেন্ট ক্রিয়েটরে চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার থাকে তাহলেও একটি ভালো অর্থ উপার্জন করতে পারবে।তাছাড়া শর্টস ভিডিওর ক্ষেত্রে টার্গেট কমে যাওয়ায় আরও অনেক ক্রিয়েটররা এই ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখাতে পারবে। যেহেতু তাদের সাবস্ক্রাইবার সংখ্যা কম।