সকাল থেকে ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়ক অবরুদ্ধ

সকাল থেকে ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়ক অবরুদ্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ ডিসেম্বর ২০২০পশ্চিম মেদিনীপুর (ঝাড়গ্রাম):অ্যাক্সিডেন্ট হওয়া যুবকের করোনা ধরা পড়ে আর তারপরেই তাকে ভর্তি করা হয় করোনা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় যুবকের।

গ্রামবাসীরা মৃতদেহ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ দিতে অস্বীকার করে। করোনার নিয়ম অনুযায়ী মৃতদেহ সৎকার করা হবে। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ গ্রামবাসী এবং পরিবারের লোকেরা।  তাঁদের দাবি যুবকের করোণা হয়নি। ভুল সিদ্ধান্তের জন্য তাঁকে  করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতদেহ তাদের হাতেই দিতে হবে। যতক্ষণ না মৃতদেহ দেওয়া হবে ততক্ষণ পথ অবরোধ চলবে। এই ঘটনার জেরে  সকাল থেকে অবরোধ চলছে ৫ নম্বর রাজ্য সড়কে।  বিনপুর থানার রথবেরার কাছে। পরিবারের লোকের দাবি গত  মঙ্গলবার পিকাপভ্যানের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয় তাতে অজিত শিঠ নামে একজন আহত হয়। ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আরও পড়ুন…ইটভাটা থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সেখানেই করোনা ধরা পরে তাঁর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top