পাক চরের সূত্র ধরে বিহারে তদন্তে এসটিএফ। পাক চরের সূত্র ধরে বিহারে তদন্তে এসটিএফ। এজেন্ট গুড্ডু কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করতে বিহার পাড়ি দিয়েছে এসটিএফ। তার বাড়িতে তল্লাশি চালাবে
এসটিএফ কর্তারা। বিহার পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক এলাকায় চালানো হবে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হবে পাকচরের ঘনিষ্ঠ পরিজন পরিচিতিদের। বিহারের চম্পারন নিবাসী পাকচর গুড্ডুর গ্রেপ্তারির পরই চম্পারন থানার কাছে অভিযুক্তের যাবতীয় খুঁটিনাটি পরিবার-পরিজনদের সহ পূর্বের গতিবিধি ও কোন আইনি মামলা রয়েছে কিনা বিস্তারিত ফাইল চেয়ে পাঠায় এসটিএফ।
বিহার চম্পারণ থানার পুলিশকে রিপোর্ট পেশ করতে বলা হয়। তবে প্রায় ৮-৯ পেরিয়ে গেলেও বিহারের চম্পারণ থানা থেকে কোনো রিপোর্ট পেশ করা হয়নি এসটিএফকে। এরপরই রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে এস টি এফ এর তিন সদস্যের একটি টিম বিহারে তদন্তে পাড়ি দিয়েছে। শনিবারে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে এই টিম। বিহারে থাকাকালীনই গুড্ডুর সঙ্গে পর্ন সাইটের মাধ্যমে আইএসআই এজেন্টের যোগাযোগ হয়। তাই ওই এলাকায় আরো কাউকে এইভাবে টার্গেট করা হয়েছে কিনা তাও সন্দেহ রয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের।
ঠিক কোন টাওয়ার লোকেশন থেকে বিহারে থাকাকালীন যোগাযোগ করেছিল আইএসআই হ্যান্ডেল এর সঙ্গে গদ্য সে সমস্ত তদন্ত করছে এসটি এফ। পাশাপাশি বিহারে ও এ ধরনের নিষিদ্ধ সাইটে প্রবেশের ক্ষেত্রে আইনী বেষ্ঠনি কতটা শক্ত তাও খতিয়ে দেখবে এসটিএফ। এসটিএফ সূত্রের খবর এ ধরনের নিষিদ্ধ সাইটে ওই এলাকার অন্য কোনো আইপিএড্রেস সংযুক্ত রয়েছে কিনা তার ডেটাবেস গুলি সংগ্রহ করে তার রিপোর্ট যাবে উপর মহলে।
এক্ষেত্রে বিহারের সাইবার তদন্তকারীদের মদত নেবে এসটিএফ। তল্লাশি চালানো হবে পাক চর গুড্ডুর বাড়িতে। কোনরকম তথ্য লুকিয়ে রাখার রয়েছে কিনা তা তদন্তে খতিয়ে দেখবে এসটিএফ। একইসঙ্গে শিলিগুড়িতে দু বছর আগে প্রথম গুড্ডু যখন পাড়ি দিয়েছিল সে সময়তে এলাকাবাসীরা তার কাছে একটি ল্যাপটপ দেখতে পেয়েছিলেন সেই ল্যাপটপটি পরবর্তী সময়তে তার কাছে দেখা যায়নি।
ওই ল্যাপটপটির খোঁজে করছে এসটিএফ। অন্যদিকে ইতিমধ্যে পাক চরের বাড়ির মালিক ভারতনগরের বাসিন্দা সঞ্জয় সুশীল কে জেরা করেছে এসটিএফ। কিভাবে গুড্ডুর সঙ্গে পরিচয় হয়েছিল বাড়ির মালিকের, ভাড়াটিয়ার সঙ্গে কিভাবেই বা ঘনিষ্ঠতা বাড়ে সঞ্জয় বাবুর সে সমস্ত জিজ্ঞাসাবাদ করেছে এসটিএফ। বাড়ির মালিক সঞ্জয় বাবুকে গুরুভাই বলেই ডাকত পাকচর। যদিও প্রচুর অর্থ প্রতিপত্তির স্বপ্নবিলাসী উচ্চ আকাঙ্ক্ষার গল্প বাড়ির মালিককে বলতেন পাক চর।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
তবে সে যে দেশের বিরুদ্ধে ভয়ংকর সন্ত্রাসবাদি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তা ভুলেও টের পাননি তিনি বলেই জানান সঞ্জয় সুশীল। সুশীলবাবু বলেন গরিব ঘরের ছেলে মাঝে মাঝেই ফলমূল দিয়ে ঘনিষ্ঠতা বাড়ায়। গুরু ভাই বলে ডাকায় বিশ্বাসযোগ্যতা অর্জন করে। প্রথমে নিয়ন্ত্রিত বাজারে শ্রমিকের কাজ করতে বলে জানায় পরে সঞ্জয়বাবুরই টোটো চালাতো পাকচর। শালুগাড়া সেনা ছাউনির কাছে ব্যবসার গল্প করেছিল। তবে একসময়ের বিশ্বাসযোগ্য টোটো চালক ভাড়াটিয়া যুবকের আইএসআই এর সঙ্গে জড়িত হওয়ার খবরের পর বর্তমানে যুবকের কঠিনতম শাস্তির হোক চান বাড়ির মালিক।