আপনার বাচ্চা কি খেতে চায় না? প্রয়োগ করুন এই কৌশল (Strategy)

আপনার বাচ্চা কি খেতে চায় না? প্রয়োগ করুন এই কৌশল (Strategy)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Strategy

 

আপনার বাচ্চা কি খেতে চায় না? প্রয়োগ করুন এই কৌশল (Strategy)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বাচ্চার জন্য স্বাস্থ্যকর খাবারের প্রতি সব সময় খেয়াল (Strategy)  রাখতে হবে। অনেক বাবা-মা টিভি ছেড়ে বা হাতে মোবাইল দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন।

 

এ অভ্যাসটি বাচ্চার জন্য ভালো নয়। কেননা, টিভি ও মোবাইলের প্রতি তার মনোযোগ চলে যায়। ফলে বাচ্চা আসলেই বোঝে না সে কী খাচ্ছে। তাই বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই (Strategy)  টিভি ও মোবাইল, এ দুটি জিনিস বাদ দিতে হবে। যদি বাচ্চা কোনও খাবার খেতে না চায়, তাহলে তাকে জোর করা যাবে না।

 

তবে বাচ্চারা নিজ হাতে খেতে খুব পছন্দ করে। তাই বাচ্চাকে নিজ হাতে খেতে উৎসাহ দিতে হবে। সে ক্ষেত্রে বাচ্চার হাত পরিষ্কার আছে কি না, বিষয়টি খেয়াল রাখতে হবে।

 

আর ও পড়ুন    কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো

 

বাচ্চার খাদ্যতালিকায় প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসহ প্রতিটি উপাদান যেন সঠিকভাবে থাকে, সে দিকে  খেয়াল রাখতে হবে। এ সময় শিশুদের (Strategy)  প্রোটিনের চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। সাধারণত বাচ্চাদের প্রোটিন চাহিদা বড়দের চেয়ে দ্বিগুণ হয়। সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

 

বাচ্চাদের প্রোটিন চাহিদা পূরণের জন্য মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি থেকে বেছে নেওয়া যেতে পারে। যদি বাচ্চা এগুলো খেতে পছন্দ না করে, তবে কিছুটা কৌশলী হতে হবে। যদি বাচ্চা দুধ খেতে পছন্দ না করে, তবে দুধের তৈরি যে কোনও জিনিস দিতে হবে। হতে পারে সেটি পুডিং।

 

এ ছাড়া যদি মাংস পছন্দ না করে, চিকেন দিয়ে মিটবল তৈরি করেও কিন্তু তাকে দেওয়া যেতে পারে।তাই যে সব বাচ্চারা খেতে চায় না তাদের বাবা মায়েদের একটু কৌশলী হতে হবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top