৬ জন ছাত্র ছাত্রীর হাতে ষ্টুডেন্ট (Student) ক্রেডিট কার্ড তুলে দিলেন রেশমি কোমল

৬ জন ছাত্র ছাত্রীর হাতে ষ্টুডেন্ট (Student) ক্রেডিট কার্ড তুলে দিলেন রেশমি কোমল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Student
৬ জন ছাত্র ছাত্রীর হাতে স্টুডেন্ট ( Student ) ক্রেডিট কার্ড তুলে দিলেন রেশমি কোমল
ছবি সংগ্রহে সাইন টিভি

মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ( Student ) ক্রেডিট কার্ড চালু হলো মঙ্গলবার। পশ্চিম মেদিনীপুর জেলার ৬ জন ছাত্র ছাত্রীর হাতে জেলাসাকের কার্যালয়ে জেলা শাসক রেশমি কোমল এক অনুষ্ঠানের মাধ্যমেএই স্টুডেন্ট ( Student ) ক্রেডিট কার্ড ও চেক তুলে দেন। ইতি মধ্যেই জেলায় আবেদন করেছে ৩৪৯ জন ছাত্র-ছাত্রী। মূলত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মানুষকে যে তিনি তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে এলে গরীব দুস্থ এবং যারা টাকার জন্য পড়তে পারছে না এরকম ছাত্র-ছাত্রীদের ১০ লক্ষ টাকা লোন দেওয়া হবে স্টুডেন্ট ( Student ) ক্রেডিট কার্ড এর মধ্য দিয়ে।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

সেই প্রতিশ্রুতি মত ক্ষমতায় বসার পরে মুখ্যমন্ত্রী কাজ শুরু করেন এবং ক্ষমতায় বসার তিন মাসের মধ্যেই শুরু করে দেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট কার্ডে মোট ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য।মূলত যেসব মেধাবী ছাত্র-ছাত্রীদের টাকার অভাবে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিতে হয় তাদের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০লক্ষ টাকা সর্বোচ্চ লোন দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মেডিকেল পড়ুয়া মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকার বাসিন্দা সৌমিত্র পাত্র চার লক্ষ টাকার চেক ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে।

 

শালবনির নার্সিং পড়ুয়া ছাত্রী মিঠু খান তিনলক্ষ কুড়ি হাজার টাকার চেক ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে। বাকি আরও চার জনকে একইভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও টাকার চেক তুলে দেন জেলাশাসক রেশমি কোমল। তিনি বলেন এই ছয় জন ছাত্রছাত্রীর আবেদন মঞ্জুর হয়েছে বাকি আবেদনগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য কোন অসুবিধায় পড়তে হবে না। মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমিক পাত্র বলেন আমি আবেদন করেছিলাম চার লক্ষ টাকার জন্য। আমার আবেদন মঞ্জুর হয়েছে এবং আমি চেক ও কার্ড পেয়েছি। এর ফলে আমার পড়াশোনা করতে আর কোনো অসুবিধা হবে না। এর ফলে সে বিশেষভাবে উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top