আট মাসের অন্তর্স্বত্বা অভিনেত্রী। দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এক মাস পরেই ইউভাব দাদা হতে চলেছে। এরই মধ্যে শুভশ্রী ছুটলেন জিমে। সেখানে গিয়েই ওয়েট লিফটিং থেকে শুরু করে নানা ধরনের কসরত্ করতে দেখা গেল তাঁকে। আর তা দেখেই রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। তাঁদের একটাই প্রশ্ন, ‘করছেনটা কী’?
একজন লিখেছেন, “সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার উপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার।”
আর একজন মন্তব্য করেছেন, “এরকমটা করবেন না। আর কিছু দিন অপেক্ষা করার পর আবার শুরু করুন।” তবে শুভশ্রী যদিও এই সব মন্তব্যে কর্ণপাত করেননি। বরং জিমের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “কোনও অজুহাতই নেই। আট মাসের গর্ভবতী। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর।” প্রেগন্যান্ট অবস্থায় ট্রেনার ও চিকিত্সকের পরামর্শ মেনে ওয়ার্কআউট ইদানিং করে থাকেন অনেকেই। এতে শরীর ও মন দুটোই ভাল থাকে। শুভশ্রীও হেঁটেছেন সেই একই পথে। প্রেগন্যান্ট অবস্থায় ট্রেনার ও চিকিত্সকের পরামর্শ মেনে ওয়ার্কআউট ইদানিং করে থাকেন অনেকেই। এতে শরীর ও মন দুটোই ভাল থাকে। শুভশ্রীও হেঁটেছেন সেই একই পথে।
প্রসঙ্গত, এর আগে নিজের প্রেগন্যান্সি জার্নি নিয়ে শুভশ্রী সাফ জানিয়েছিলেন, এটি একটি স্বাভাবিক বিষয়। তিনি রুগী নন, তাই নিজেকে অসুস্থ ভাবতেও একেবারেই রাজি নন তিনি। কিছু দিন আগেই হয়েছেও তাঁর সাধের অনুষ্ঠান। শুভশ্রী গিয়েছিলেন মুম্বইয়েও। সেখানেও কাজ করে ফিরেছেন সদ্য। তাই কোনও ভাবেই প্রেগন্যান্সি যেন তাঁর জীবন প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সচেষ্ট বলিউডের এই প্রথম সারির নায়িকা। সে যাই হোক, আপাতত দিন গোনার পালা। এর পরেই ঘরে আসবে নতুন মানুষ। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুণছেন শুভশ্রী ও তাঁর পরিবার। সেখানেও কাজ করে ফিরেছেন সদ্য। তাই কোনও ভাবেই প্রেগন্যান্সি যেন তাঁর জীবন প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সচেষ্ট বলিউডের এই প্রথম সারির নায়িকা। সে যাই হোক, আপাতত দিন গোনার পালা। এর পরেই ঘরে আসবে নতুন মানুষ। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুণছেন শুভশ্রী ও তাঁর পরিবার।