খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের, হুঁশিয়ারি শুভেন্দুর (Subhendu)

খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের, হুঁশিয়ারি শুভেন্দুর (Subhendu)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Subhendu

 

খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের, হুঁশিয়ারি শুভেন্দুর  (Subhendu)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রাজনীতির ময়দানে ফের একবার বিস্ফোরক হলেন বিজেপি নেতা শুভেন্দু (Subhendu) অধিকারী। বাংলায়   ভোট পরবর্তী হিংসার তদন্তে তৎপর সিবিআই আধিকারিকরা। আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে ৪ স্পেশাল সিবিআই টিম। সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি-র কাছে হিংসার অভিযোগ ও নথি তলব করা হয়েছে।  আর তার ঠিক আগেই এবার বিস্ফোরক হলেন বিরোধী দলনেতা শুভেন্দু (Subhendu) অধিকারী।

 

জানা গিয়েছে, সিবিআই   তদন্তের শুরুতেই ক্যানিং যেতে পারে সিবিআই টিম। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু (Subhendu) অধিকারী বলেন, ‘‌যার যেখানে থাকা উচিত সেখানে সে যাবে। খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের। ভোট পরবর্তী হিংসায় গত ১৩ মে নিহত হয়েছেন নন্দীগ্রামের দেবব্রত মাইতি। নন্দীগ্রামে দেবব্রত মাইতি খুনিদের ছাড়া হবে না। হিংসায় মদত দেওয়া এবং ঘুমিয়ে থাকা পুলিশ কর্মীদের রেয়াত করা হবে না।’‌

 

প্রসঙ্গত, বিজেপির দাবি, তৃণমূলের নেতা-‌কর্মীদের মদতেই বিজেপির কর্মী-‌সমর্থকদের বাড়িতে চলে ভাঙচুর। বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলে। ভোট পরবর্তী হিংসায় মৃত্যুও হয় বেশ কয়েকজনের। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় যায় ব্যাপক শোরগোল।

 

আর ওখবর    ছেলে মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে জারি তালিবানি (Taliban) ফতোয়া

 

বিজেপি নেতাদের আরও অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলে অথচ রাজ্যের পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। আইন বিরুদ্ধ কাজ করলে পুলিশকেও রেয়াত করা হবে না। ২ মে পর থেকে রাজ্যজুড়ে যা হিংসার ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকা একেবারেই সঠিক ছিল না।

 

সেখানে দাঁড়িয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‌যার যেখানে থাকা উচিত সেখানে সে যাবে। খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top