চিট ফান্ড সংক্রান্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন

চিট ফান্ড সংক্রান্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ।জলপাইগুড়ি জেলা আদালতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল। এই চারটি মামলার মধ্যে তিনটি মামলা ছিল ভক্তিনগর থানার। অপর একটি মামলা ছিল জলপাইগুড়ির কোতোয়ালি থানার। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে এই চারটি মামলা উঠেছিল। এর মধ্যে তিনটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। অপর মামলাটি (ভক্তিনগর থানার মামলা) জলপাইগুড়ি জেলা আদালত থেকে স্থানান্তরিত করা হয়েছে আলিপুর সিবিআই আদালতে।

 

 

 

 

প্রসঙ্গত, সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি জেলা আদালতে। সেই চারটি মামলার মধ্যে একটি সিবিআই এবং বাকি তিনটি পুলিশ তদন্ত করছে। যে মামলাটিতে সিবিআই তদন্ত করছে, সেটির চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে এবং সেই মামলাটি আলিপুরে বিশেষ সিবিআই আদালতে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি আদালত থেকে। বাকি তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

 

 

 

সুদীপ্ত সেনের আইনজীবী জানাচ্ছেন, যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি আদালতে, সেগুলির মধ্যে সবক’টিতেই নাম রয়েছে দেবযানীর। এর পাশাপাশি কোনও মামলায় কুণাল ঘোষ, সোমনাথ দত্তের নামও রয়েছে, যদিও তাঁদের এই মামলাগুলিতে আগেই জামিন হয়ে গিয়েছে বলে জানান আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত। এদিন আদালতে সুদীপ্ত সেন ছাড়া বাকিদেরও আইনজীবীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মৃণ্ময় বন্দ্যোপাধ্যায়।

 

 

আরও পড়ুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি,কী বললেন আলম?

 

এই বিষয়ে সুদীপ্ত সেনের আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত জানান, সুদীপ্ত সেনের চারটি মামলা ছিল। সেই চারটি মামলায় জামিনের আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে একটি মামলায় সিবিআই তদন্ত করে চার্জশিট পেশ করেছে। সেই মামলাটি আলিপুর আদালতে স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনটি মামলা, যেগুলিতে পুলিশের তরফে চার্জশিট দেওয়া হয়েছিল, সেগুলিতে এদিন জামিন মঞ্জুর করা হয়েছে। যে তিনটি মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১২০ (বি) ধারায় অভিযোগ রয়েছে।

 

চারটি মামলা ছিল জলপাইগুড়ি জেলা আদালতে। সেই চারটি মামলার মধ্যে একটি সিবিআই এবং বাকি তিনটি পুলিশ তদন্ত করছে। যে মামলাটিতে সিবিআই তদন্ত করছে, সেটির চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে এবং সেই মামলাটি আলিপুরে বিশেষ সিবিআই আদালতে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি আদালত থেকে। বাকি তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )