পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?

পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Suhana
পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বলি পাড়ায় এখনও  অভিষেক না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই  বলিউড বাদশাহ শাহরুখ (Shah Rukh)  খানের কন্যা সুহানা (Suhana) খান অনেক ভক্ত-অনুরাগী জুটিয়েছেন। প্রায়ই দারুণ  দারুণ সব ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন তিনি তাঁর অনুরাগীদের। লাখো অনুগামী লাইক বাটন টিপতে কার্পণ্য করেন না। সেই সুহানাকে নিয়ে বলিপাড়ায় কত গুঞ্জন। কবে রুপালি পর্দায় অভিষেক হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই।

মনে হচ্ছে, খুব শিগগিরই চলচ্চিত্রজগতে পা রাখতে যাচ্ছেন সুহানা খান। হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সুহানার(Suhana) ।  এর আগে জানা গিয়েছিলো,  শাহরুখ (Shah Rukh) খানের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের হাত ধরে অভিষিক্ত হবেন সুহানা। তবে নতুন খবর বলছে, সেটা সত্য নয়। এ স্টার কিডকে অভিষেক করাবেন আরেক পরিচালক। আর তিনি জয়া আখতার।

 

এদিকে  বলিপাড়ায় জোর গুঞ্জন, জয়া আখতার সুহানাকে অভিষিক্ত করাবেন। জয়া তাঁর পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় চান সুহানাকে (Suhana) । প্রতিবেদন বলছে, জয়া একটি আন্তর্জাতিক কমিক বুক ‘অর্চি’ নিয়ে কাজ করছেন, যেটি ডিজিটাল জায়ান্ট নেটফ্লিক্সের জন্য। সিনেমাটি টিনএজারদের গল্প অবলম্বনে। সেখানে বেশ কয়েক জন তরুণ অভিনেতা অন্তর্ভুক্ত হতে পারেন।

 

সূত্র মতে, এখনই বলার সঠিক সময় নয়। কারণ, কাগজপত্র ঠিকঠাক করতে এবং সুহানা ও তাঁর বাবা শাহরুখ খানের সম্মতি মিললে তবে জোর গলায় বলা যাবে। শাহরুখ খানই চিত্রনাট্য দেখে মেয়ের অভিষেকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

 

সুহানা খান এখন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। করোনা মহামারির কারণে দীর্ঘদিন মুম্বাইয়ে থাকার পরে এ বছরের জানুয়ারিতে তিনি মার্কিন মুলুকে পাড়ি জমান। শাহরুখ (Shah Rukh) খান বহু বার বলেছেন, তিনি চান মেয়ে লেখাপড়া শেষ করে তবেই সিনেমা জগতে পা রাখুন।

 

যাই  হোক, শাহরুখ খান বা তাঁর মেয়ে এখনও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সুহানাকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব অনুগামীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় সুহানা খান। তাঁর যে কোনও ছবি বা ভিডিও প্রকাশমাত্র ভাইরাল হয় অন্তর্জালে। ইনস্টাগ্রামে সুহানার ফলোয়ার ২০ লাখ।

বি-টাউনের অনুরাগী মাত্রই জানেন, সুপারস্টার বাবা শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে বড় পর্দায় ঝড় তুলতে চান সুহানা খান। আর এই স্টার কিডকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় ভক্তকুল। অবশ্য সুহানা এরই মধ্যে এগিয়েছেন অনেক দূর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হয়েছে, এবার পূর্ণদৈর্ঘ্য ছবিতে সুহানাকে দেখার অপেক্ষায় অনুগামীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top