কোন্নগরে পুলিশি বাধার মুখে সুকান্ত বললেন, ‘রাষ্ট্রপতির কাছে যাব’ ,রিষড়ায় অশান্তির ঘটনার পর সোমবার নতুন অভিযোগ। এদিকে সুকান্ত মজুমদার গাড়ি নিয়ে এলাকায় ঢুকতেই পুলিশ বারবার গাড়ি ঘোরানোর জন্য বলেন।কোন্নগরে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার পথে আটকে দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই কাউকে যেতে দেওয়া যাবে না। যদিও সুকান্তের অভিযোগ, তৃণমূলের লোকজনের অবাধ যাতায়াত রয়েছে এলাকায়। অথচ বিজেপির লোকজন যেতে চাইলে আটকে দিচ্ছে পুলিশ। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ তৃণমূলের সাংসদ, চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের জন্য কি কোনও ধারা নেই? তাঁরা গেলে যদি ধারা লঙ্ঘন না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কীভাবে হয়? সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গেও কথা হয়েছে।”
সুকান্তের (Sukanta Majumdar) সঙ্গে ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনিও কথা বলেন পুলিশের সঙ্গে। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “আমাদের সাংসদরা প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে গিয়ে এই বিষয়ে তাঁকে জানাবেন। প্রয়োজনে আমরা আরও তীব্র আন্দোলন করব। মুখ্যমন্ত্রী যদি রাজ্যের আইনশৃঙ্খলা সামাল দিতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগের জন্য যা যা গণতান্ত্রিকভাবে করা যায় সবটাই করব।”
আরও পড়ুন –আপাতত স্বস্তিতে রাহুল, সুরাতের দায়রা আদালতে জামিন পেলেন রাহুল
এদিকে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) গাড়ি নিয়ে এলাকায় ঢুকতেই পুলিশ বারবার গাড়ি ঘোরানোর জন্য বলেন। সুকান্ত মজুমদারও প্রথমে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। গাড়িতেই বসেছিলেন তিনি। পথে নামেন প্রচুর বিজেপি (BJP) সমর্থক। এদিকে পুলিশও ব্যারিকেড করে রাখে রাস্তা। কোনওভাবেই এগোনোর অনুমতি দিতে নারাজ। দিও পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই কাউকে যেতে দেওয়া যাবে না। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ তৃণমূলের সাংসদ, চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের জন্য কি কোনও ধারা নেই?সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )