‘হেরাফেরি ৩’-এর শেষে আসছে আরও এক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির ছবি! ফাঁস করলেন সুনীল ,সুনীল শেট্টির (Suneil Shetty) হাতে পর পর ছবি রয়েছে। ‘হেরাফেরি ৩’-এর পর নতুন কাজ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ইতিমধ্যেই। কবে থেকে শুরু সেই কাজ? ছবির নামই বা কী? অভিনেতা ফাঁস করলেন নিজেই। ‘হেরাফেরি ৩’-এ সুনীল (Suneil Shetty), পরেশ রাওয়াল, আর অক্ষয় কুমারের জমজমাট রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। ছবির প্রোমো শুটিংয়ের কিছু দৃশ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই থেকে সকলের আগ্রহ তুঙ্গে। ‘হেরাফেরি’-র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। ‘ওয়েলকাম’ এবং ‘আওয়ারা পাগল হুঁ’ ফ্র্যাঞ্চাইজ়িও তাঁর ব্যানারেই। সুনীল (Suneil Shetty) জানালেন, সব ক’টি ফ্র্যাঞ্চাইজ়িকেই নতুন করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
কমেডি ছবিটির প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। ‘ওয়েলকাম’ এবং ‘আওয়ারা পাগল হুঁ’ ফ্র্যাঞ্চাইজ়িও তৈরি তাঁর ব্যানারেই। সম্প্রতি অভিনেতা সুনীল শেট্টি (Suneil Shetty) এক সাক্ষাৎকারে জানালেন, সব ক’টি ফ্র্যাঞ্চাইজ়িকেই নতুন করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। অভিনেতা জানান, ‘হেরা ফেরি ৪’-এর কাজ শেষ হলে তিনি হাত দেবেন ‘আওয়ারা পাগল দিওয়ানা ২’- এর কাজে।
তাঁর কথায়, ‘গুরু গুলাব ক্ষাত্রী’, ‘ছোটা ছাত্রী’র মতো চরিত্রগুলির সঙ্গে আবার দেখা করার জন্য তিনি মুখিয়ে আছেন। পরেশ, অক্ষয় এবং সুনীলের সঙ্গে ছবিতে থাকবেন আফতাব শিবদাসানি, জনি লিভার, অমৃতা অরোরার মতো শিল্পী। ছবিটির পরিচালক বিক্রম ভট্ট। সুনীল শেট্টিকে (Suneil Shetty) শেষ দেখা গিয়েছে ‘ধারাভি বাঙ্কি’ ছবিতে। এর পর তাঁকে দেখা যাবে ‘হান্টার’ ওয়েব সিরিজ়ে, সেখানে তাঁর সহ-অভিনেত্রী এষা দেওল।
আরও পড়ুন – মহিলার হৃৎপিণ্ড কেটে রান্না করে আত্মীয়দের খাওয়ালেন, পরে তাঁদেরও খুন করলেন যুবক!
‘হেরা ফেরি’-র প্রোমো শুটিংয়ের পর ২০২৩-এর মাঝামাঝি থেকে ছবির শুটিং শুরু হবে। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি ডনের চরিত্রে থাকবেন। জমজমাট রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। ‘হেরাফেরি ৩’-এর পর নতুন কাজ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ইতিমধ্যেই। কবে থেকে শুরু সেই কাজ? ছবির নামই বা কী? অভিনে তা ফাঁস করলেন নিজেই।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলে করুন Facebook পেজ এবং Youtube )