‘পুষ্পা’ সিনেমার জন্য সেরা অভিনেতার ক্যাটেগরিতে ‘জাতীয় পুরস্কার’ জিতে ইতিহাস লিখলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, নতুন ইতিহাস রচনা করলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তেলুগু সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা জাতীয় পুরস্কার জিতে নিলেন। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি। বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। আর সেখানে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন আল্লু অর্জুন। তেলুগু চলচ্চিত্র দুনিয়ার জন্য এ এক অবিস্মরণীয় মুহূর্ত। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুন যেভাবে পুষ্পা রাজ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, তাতে গোটা দেশের কাছে আজ ‘হিরো’ তিনি।
বৃহস্পতিবার জাতীয় চল্লচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন। বহুমুখী চরিত্রে অভিনয়ের দক্ষতা, অভিনয়ের প্রতিটি খুঁটিনাটিতে অগাধ নৈপুন্য আর সেলুলয়েডে তাঁর ক্যারিশ্মাই আজ আল্লু অর্জুনকে সেরার সেরা করে তুলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।প্রতিটি সিনেমাই তাঁর বহুমুখী অভিনয়শৈলীকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। ঝুলিতে রয়েছে একের পর এক পুরস্কার ও সম্মান। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
পুষ্পা সিনেমায় তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছে যে দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে গোটা দেশের স্পটলাইট চলে আসে আল্লু অর্জুনের উপরে। গোটা দেশ মুগ্ধ হয়ে দেখেছে তাঁর অভিনয়। প্লট অন্ধ্র প্রদেশের। লাল চন্দনের চোরাকারবার নিয়ে সিনেমা। সেই অ্যাকশন থ্রিলারে পুষ্পা রাজকে এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছেন আল্লু অর্জুন।
আরও পড়ুন – সেন্সর বোর্ডের কাটাছেঁড়ার পরেও ওটিটিতে ‘আনকাট’ ছবি দেখানোর আশ্বাস ‘ওএমজি ২’ পরিচালকের
২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় পুষ্পা। শুরুর দিন থেকেই আলোড়ন। বক্স অফিস কাঁপানো রেকর্ড। দর্শকদের মধ্যে এক আলাদাই উন্মাদনা পুষ্পা সিনেমা নিয়ে। আল্লু অর্জুনের ভক্তরা তো বটেই, সিনেমার খুঁটিনাটি নিয়ে যাঁরা বিশ্লেষণ করেন… প্রত্যেকে প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়শৈলীর। সিনেমার যেমন চিত্রনাট্য, আর তার সঙ্গে পুষ্পা রাজ চরিত্রের সঙ্গে আল্লু অর্জুনের একাত্ম হয়ে যায়…মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন সকলে। এমন সিনেমাটিক এক্সপিরিয়েন্স অতীতে খুব কমই উপভোগ করেছেন দর্শকরা।