OMR শিট জনসমক্ষে প্রকাশ নয়, SSC মামলায় কি নির্দেশ সুপ্রিম কোর্টের?

OMR শিট জনসমক্ষে প্রকাশ নয়, SSC মামলায় কি নির্দেশ সুপ্রিম কোর্টের?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

OMR শিট জনসমক্ষে প্রকাশ নয়, SSC মামলায় কি নির্দেশ সুপ্রিম কোর্টের? নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ নয়, জমা দিতে হবে সিলবন্ধ খামে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি দীপঙ্কর দত্তর নেতৃত্বাধীন বেঞ্চ। ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ করার বদলে সিলবন্ধ খামে করে তা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে।

 

 

 

 

 

 

 

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ওই ওএমআর শিটগুলি জনসমক্ষে প্রকাশ না করে মুখবন্ধ খামে আদালতে জমা করার জন্য। এই বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ব্যাখ্যা, ‘সুপ্রিম কোর্টের ঠিক স্থগিতাদেশ দেয়নি। নাম ও রোল নম্বর প্রকাশের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সেটি সুপ্রিম কোর্টও বলেছে। ওএমআর শিট শুধু প্রকাশ না করার জন্য বলা হয়েছে। তখন দাবি করা হয়, তাহলে যেন ওএমআর শিট আদালতে জমা করা হয়। সেই প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।’

 

 

 

 

আরও পড়ুন –  বিজেপির প্রার্থীর রহস্যমৃত্যুতে ময়নাতদন্ত ছাড়াই দেহ সৎকার? হাইকোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ

 

 

 

 

উল্লেখ্য, এসএসসির একাদশ ও দ্বাদশে ওএমআর শিট নষ্ট করে চাকরির অভিযোগ উঠেছিল। মামলা প্রথমে ছিল হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একক বেঞ্চে ববিতা সরকার আবেদন করেছিলেন, ওএমআর শিট প্রকাশের জন্য। যদিও সেটি লিখিত আবেদন ছিল না, মৌখিক আবেদন ছিল। সেই মামলায় হাইকোর্টের একক বেঞ্চ ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তখন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চও একক বেঞ্চের নির্দেশই বহাল রেখেছিল। উত্তরপত্র প্রকাশ করতে বাধা কীসের, তা নিয়ে প্রশ্ন ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চ বলেছিল, যদি ওএমআর শিট প্রকাশের পর কারও নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে তাঁর বক্তব্য একক বেঞ্চে শোনা হবে। আর এরই মধ্যে মামলা গড়ায় শীর্ষ আদালতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top