সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি রাহুলের, জেলের সাজায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের , বিরাট স্বস্তিতে রাহুল গান্ধী। মোদী পদবী মামলায় তাঁর দু’বছরের কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় তাঁকে দু’বছরের কারাবাসের সাজা দিয়েছিল সুরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম গুজরাট হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। মানহানির সেই মামলাতেই স্বস্তি পেলেন তিনি। তবে কি সাংসদ পদ ফিরতে চলেছে কংগ্রেস নেতার? শুরু হয়ে গিয়েছে জল্পনা।
এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় রাহুলের হয়ে জোরাল সওয়াল করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, “রাহুল গান্ধী কোনও দাগী ক্রিমিনাল নন। BJP নেতারা তাঁর বিরুদ্ধে এতদিন পর্যন্ত যতগুলি অভিযোগ দায়ের করেছেন, তার কোনওটাতেই সাজাপ্রাপ্ত হননি কংগ্রেস নেতা।”
‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাত হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। গুজরাত হাই কোর্টের আগে সুরাতের দায়রা আদালতও সাজার রায় বহাল রেখেছিল। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির তরফে আবেদনে বলা হয়, ‘‘যদি গুজরাত হাই কোর্টের ৭ জুলাইয়ের রায় স্থগিত না করা হয়, তবে তা বাক্স্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি করবে।’’
আরও পড়ুন – বিস্ফোরক মামলায় NIA-এর জালে তৃণমূল নেতা, আটক করে জেরা চালাচ্ছে NIA
সাজার উপর স্থগিতাদেশ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারী বিজেপি নেতা পূর্ণেশ মোদী এবং গুজরাত সরকারকে গত ২১ জুলাই নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। দু’তরফেই সাজা মকুবের বিরোধিতা করা হয়েছিল। অন্য দিকে রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন এই মামলায় বিচার প্রক্রিয়ার অবমাননা হয়েছে।