
সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব ( Sushmita Dev ) । দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক শেষ করলেন তিনি সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ( Sushmita Dev ) । রাজনৈতিক সচেতনতা হওয়া ইস্তক কংগ্রেসের সঙ্গেই ছিলেন। বাবাকে দেখেই কংগ্রেসি ঘরানার প্রতি আগ্রহ এবং সক্রিয় সদস্য হিসেবে যোগদান। দলের সাংসদ, মুখপাত্র, মহিলা কংগ্রেসের সভাপতি – একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
দলের প্রতি একনিষ্ঠ নেত্রী সুস্মিতা দেব ( Sushmita Dev ) এবার দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে তিনি দলত্যাগের কথা জানালেন। আর সঙ্গে সঙ্গেই সুস্মিতাকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুস্মিতা কি তৃণমূলে যোগ দেবেন?
আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের
তিনি চিঠিতে লিখেছেন, ‘‘জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারাজীবন মনে রাখব।’’ তাঁকে রাজনৈতিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য সোনিয়াকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন সুস্মিতা দেব। প্রার্থী নির্বাচন নিয়ে তাঁর মতামত দল গুরুত্ব দেয়নি বলে ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেছিলেন তিনি। তার জেরেই শেষমেশ কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
সম্ভবত বর্তমানে কলকাতায় রয়েছেন সুস্মিতা দেব। সূত্রের খবর, সোমবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি। অসমের মাটি শক্ত করতে সুস্মিতা দেবকে মুখ হিসেবে ব্যবহার করতে পারে তৃণমূল।