
মাতৃত্বের ২২ বছর উদযাপন করলেন মিস ইউনিভার্স সুস্মিতা ( Susmita ) সেন। উল্লেখ্য, আজ থেকে ২২ বছর আগে সিঙ্গল মাদার হিসেবে পথচলা শুরু করেছিলেন সুস্মিতা সেন। শনিবার প্রথম সন্তান রেনের জন্মদিন উপলক্ষ্যে নেট মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন তিনি।
মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সুস্মিতা সেন লিখেছেন, আজ শুধু রেনের জন্মদিন নয়। তাঁর মাতৃত্বের শুভক্ষণও বটে।শনিবার রেনের সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে সুস্মিতা ( Susmita ) লেখেন, ‘আমার প্রথম ভালোবাসাকে শুভ জন্মদিন। আমরা এখন ২২। চোখের পলকে সময় পেরিয়ে যাচ্ছে। তোমার মা হিসাবে দু-দশক কাটিয়ে দিলাম। আমার জীবনে তুমি আশীর্বাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রার্থনা করি তুমি তোমার মনের সব ইচ্ছে পূর্ণ করতে পারো। আমরা তোমাকে ভালোবাসি ‘সোনা’। মা আর আলিশার তরফ থেকে তোমায় আলিঙ্গন ও চুম্বন। পার্টি টাইম…’
আর ও পড়ুন কালিয়াগঞ্জের ( Kaliaganj ) বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দিলেন
২০২০ সালে সুস্মিতা ( Susmita ) প্রথম সন্তান রেনেকে দত্তক নেন। সেই থেকেই একা মায়ের পথচলা শুরু। এরপর আলিশাকেও দত্তক নিয়েছেন তিনি। তবে সহজ ছিল না এই পথচলা। সমাজ থেকে শুরু করে নেট মাধ্যমে কখনও কখনও রেনের আসল মায়ের খোঁজ করে গেছেন সাধারণ মানুষ। নেট নাগরিকদের যোগ্য জবাব যদিও রেনে নিজেই দিয়েছেন। এ
কবার এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘তাঁর জন্ম হয়েছে মায়ের মনে!’ সুস্মিতার আদর, ভালবাসা এবং অনুপ্রেরণা পেয়ে সম্প্রতি সিনেমাতেও পা রেখেছেন রেনে। ওটিটি প্ল্যাটফর্মের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে দেখা যায় রেনেকে। সুস্মিতা যদিও জানান, অভিনয়ে রেনের আগ্রহ রয়েছে। তবে জীবনে কীভাবে সে এগিয়ে যাবে, সেটা রেনে নিজেই ঠিক করবে। জন্মদিন উপলক্ষ্যে মা ও মেয়েকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুগামীরা।