দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? রাজ্যপালের কনভয়ের মাঝে হঠাৎ করেই ঢুকে গেল এসইউভি গাড়ি, রাজ্যপালের কনভয়ে ঢুকে পুলিশের গাড়িতে ধাক্কা এসইউভি-র, ধৃত ২। রাজ্যপালের কনভয়ের একটি গাড়িতে ধাক্কাও মারে বহিরাগত গাড়িটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় (Noida)। কেরলের রাজ্যপাল (Kerala Governor) আরিফ মহম্মদ খানের কনভয়ের মাঝেই ঢুকে পড়ে গাড়িটি। যদিও একাজ করে ওই গাড়ির আরোহীরা রেহাই পায়নি। ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লি গিয়েছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাত পৌনে ১০টা নাগাদ নয়ডায় একটি অনুষ্ঠান সেরে দিল্লি ফেরার পথেই সেক্টর-৭৭-এ তাঁর কনভয়ের মাঝে ঢুকে পড়ে মাহিন্দ্রা স্করপিও গাড়িটি। সেই গাড়িটি রাজ্যপালের কনভয়ের একটি পুলিশের গাড়িতে ধাক্কাও মারে। যদিও কেউ আহত হয়নি। তবে ঘটনার পরই বেগতিক বুঝে পালিয়ে যায় এসইউভি গাড়িটি। তবে পালিয়ে গিয়েও রেহাই মেলেনি। ২৪ ঘণ্টার মধ্যেই ওই গাড়ির চালক ও আরোহীকে গ্রেফতার করা হয়েছে বলে নয়ডার এডিসি শক্তি মোহন আভাস্থি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, শান্তি বিঘ্নিত, অপরাধ প্রবণতা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন – রাহুল গান্ধীর বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব কাদের দিলেন সনিয়া!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরলের রাজ্যপালের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই গাড়ির চালক ও আরোহী গৌরব সোলাঙ্কি ও মনু কুমার নামে দুজনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ (Noida Police)। তারা মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাদের গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে নিছক মদ্যপ অবস্থায় থাকার জন্যই অভিযুক্তরা গাড়ি নিয়ে রাজ্যপালের কনভয়ের মাঝে ঢুকেছে নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )