ফের পুলিশের ভূমিকা নিয়ে সবর শুভেন্দু

ফের পুলিশের ভূমিকা নিয়ে সবর শুভেন্দু

ফের একবার পুলিশের ভুমিকা নিয়ে সবর হলেন রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডেঙ্গি ( Dengue ) আক্রান্তদের মৃত্য়ু মিছিল যখন দীর্ঘ হচ্ছে, তখন তৃণমূল ( TMC ) সরকারের বিরুদ্ধে ডেঙ্গি দমনে ব্য়র্থতার অভিযোগ তুলে, পথে নেমেছে বিজেপি (BJP)। মঙ্গলবার দলের বিধায়কদের নিয়ে সল্টলেকের স্বাস্থ্য়ভবনে ডেপুটেশন দিতে যান শুভেন্দু অধিকারী ( SuvenduAdhikari ) । আর সেখানেই ফের বিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী! রাজ্য়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, স্বাস্থ্য় সচিবের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপি বিধায়করা। কিন্তু, স্বাস্থ্য়ভবনের গেটেই বিজেপি বিধায়কদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি বিধায়কদের। এরপরই পুলিশের ভূমিকা সুর চড়ান বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ইরাকের বিয়েবাড়ি, নিহত অন্তত ১১৪

তিনি বলেন, ‘পুরুষ পুলিশরা পিছনে, মহিলা পুলিশদের আমাদের গায়ের ওপর ফেলছে। কী নোংরা! মমতা এত নোংরা! ছি! ছি! ছি! ছি!’ এর আগেও নবান্ন অভিযানের সময়ও মহিলা পুলিশদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার বিরোধী দলনেতা। এবারও তিনি সরব। বললেন, ‘এদের ঠেলছে আমার গায়ে, দেখুন…পিছন থেকে ঠেলছে, মহিলা পুলিশদের আমার গায়ে। এদের উদ্দেশ্য় দেখুন। নোংরা কোথাকার। এরা চাইছে আমরা মহিলা পুলিশদের সঙ্গে ধাক্কাধাক্কি করি… মলেস্টেশনের কেস দেবে। ‘গলা চড়ান বিধায়ক শঙ্কর ঘোষও। বলেন, ‘ একদম বাড়াবাড়ি করবেন না… মেয়েদেরকে ঠেলছেন? লজ্জা করে না? ‘



গতবছর এই সেপ্টেম্বর মাসেই, বিজেপির নবান্ন অভিযানের সময়, পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারও পুলিশ প্রসঙ্গে তাঁর গলায় শোনা গেল কার্যত একই সুর! শেষমেশ মঙ্গলবার ডেপুটেশন না দিয়েই ফিরতে হয় বিজেপি বিধায়কদের। যাবার সময় কার্যত গলায় শোনা যায় হুমকির সুর! বলেন, ‘দেখে নেব, আপনাদের বিজেপির আন্ডারে কাজ করতে হবে’

 

এই অভিযোগ প্রসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ডিডি চারু শর্মা বলেন, ‘ ওঁর অভিযোগ, মহিলা পুলিশ দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল…. মহিলা পুলিশ তো পুলিশই। আলাদা পার্থক্য় আছে? ওখানে ১৪৪ আছে। আমরা তো শুধু আইনই ফলো করেছি।’ বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনীতি, চলছে তর্ক-বিতর্ক, কিন্তু ভয়ঙ্কর ডেঙ্গি-র থেকে রেহাই মিলবে কবে? একটাই প্রশ্ন সাধারণ মানুষের। বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনীতি, চলছে তর্ক-বিতর্ক, কিন্তু ভয়ঙ্কর ডেঙ্গি-র থেকে রেহাই মিলবে কবে? একটাই প্রশ্ন সাধারণ মানুষের।

en.wikipedia.org