প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব, মমতার উদ্দেশে বললেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব, মমতার উদ্দেশে বললেন শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মারবে

প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব, মমতার উদ্দেশে বললেন শুভেন্দু , ‘আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব।’ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা শুভেন্দু অধিকারীর। গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাতের চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা।

 

 

 

 

 

এদিন শুভেন্দু বলেন, “প্রশাসনিক চেয়ার বসে কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করছেন। এই ভুঁইফোড়ের কাছে তো ১৯৫৬ ভোটে হারতে হয়েছে। আর আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব। গণতান্ত্রিক পদ্ধতিতে করব। আদা জল খেয়ে লেগেছিলাম ২০০৭ সালে সিপিএমকে নন্দীগ্রাম থেকে তাড়াব। মানুষকে সঙ্গে নিয়ে তাড়িয়ে ছেড়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়িয়েছি। অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে প্রাথমিক সদস্যপদ নিয়েছি। পশ্চিমবঙ্গে পরিবারবাদ, দুর্নীতির জনক আপনি সঙ্গে আপনার ভাইপো, লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আপনাকে উৎখাত করব।

 

 

আরও পড়ুন –  পুকুর জল ছেঁচে পাওয়া জীবনের সেই মোবাইল পাঠানো হল ফরেনসিক ল্যাবে

 

 

তিনি আরও বলেন, “রাজ্যের প্রশাসনিক প্রধান আপনি। উচ্চ নিরাপত্তায় থাকেন। আপনার কল রেকর্ড, ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না। আমি তা আনতেও চাই না। তথ্য জানার অধিকার আইনেও এ নিয়ে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। একমাত্র আদালতের হস্তক্ষেপ ছাড়া এ সব পাওয়া যায় না। তাই আমি চাই, আপনি মামলা করুন। মামলা করলে আমিও ভারত সরকারের যে TRAI আছে, তাদের মামলায় একটি পক্ষ করব আমি। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল আপনার ল্যান্ডলাইনের কল রেকর্ডস দিতে বাধ্য হবে। জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। যত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্যভাষায় আক্রমণ করবেন, ততই বিচ্ছিন্ন হবেন। নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। বলেছেন দলের নামে সর্বভারতীয় থাকবেন, কিন্তু তৃণমূল আঞ্চলিক পার্টি। তৃণমূলের কাউন্টিং এজেন্টদের তৃতীয় সারিতে বসতে হবে। দেখতে থাকুন, চোরেদের জেল যাত্রা সুনিশ্চিত হবে। আপনাকে কেউ দুর্নীতির বাইরে রাখতে পারবে না।’ মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণে বিরোধী দলনেতা।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top