পিসি-ভাইপোকে গ্যারেজ করে দেব হুমকি শুভেন্দুর, পাল্টা কি জবাব দিলেন কুণাল ঘোষ ? মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘একেবারে গ্যারেজ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামে ‘শহিদ দিবস’ পালন করতে গিয়ে এমনই আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অবশ্য সরাসরি মমতা বা অভিষেকের নাম করেননি। তাঁদের তিনি সম্বোধন করেছেন ‘পিসি-ভাইপো’ বলে।
মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে ‘শহিদ দিবস’ পালন করেন শুভেন্দু। প্রসঙ্গত, আদালত তাঁকে ওই সভা করা নিয়ে কিছু শর্ত বেঁধে দিয়েছিল। সেগুলি মেনেই কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা। সেখানে রাজ্যের শাসকদল তৃণমূলকে তিনি হুঁশিয়ারি দেন, ‘‘পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস! এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে, সাফ করব। আমি এই শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। এ বার পিসি-ভাইপোকেও একেবারে গ্যারেজ করব। আগামী বছর দেখা হবে। তখন ভাইপো বাইরে থাকবে না। ভিতরে থাকবে। আর যাঁরা যা যা করছেন, চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকল।’’
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। সেই দিনটি বরাবরই ‘শহিদ দিবস’ হিসাবে পালন করে আসছেন শুভেন্দু। তিনি বিজেপিতে যাওয়ার পর নন্দীগ্রামে একই দিনে পৃথক কর্মসূচি পালন করে তৃণমূলও। এ বার বিজেপি অভিযোগ তোলে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু ‘শহিদ দিবস’ পালনের আর্জি জানিয়ে পুলিশের কাছে সভা করার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তা নিয়ে সোমবার হাই কোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু। উচ্চ আদালত তাঁকে ‘শর্তসাপেক্ষে’ সভা করার অনুমতি দেয়। যা নিয়ে শুভেন্দুর ব্যাখ্যা, ‘‘এখানে অধিকার সকলের আছে। সব রাজনৈতিক দলের আছে। সব মানুষের আছে। কী এমন যুদ্ধ এখানে? কেন্দ্রীয় বাহিনী, হাই কোর্ট— সাজ সাজ রব। যুদ্ধ হবে? মানুষ খেতে পায় না। চাকরি পায় না। এই গ্রামের ১০০ ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কর্নাটকে, গুজরাতে গিয়ে না খেয়ে ফ্লাইওভারের নীচে পরিযায়ী শ্রমিক হয়ে রাত কাটায়।’’
আরও পড়ুন – বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার প্রবণতা আটকাতে জাল লাগাতে চাইছে কলকাতা…
গত ডিসেম্বরে তিনটি তারিখে ‘নজর’ রাখার কথা বলেছিলেন শুভেন্দু। ঘোষণা করেছিলেন, বড় কিছু হবে বলেও। যদিও রাজ্য রাজনীতিতে তেমন ‘বড়’ কোনও পরিবর্তন তখন ধরা পড়েনি। সেই ঘটনাক্রম স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দুকে জেলে ভরার পাল্টা হুঙ্কার দিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের তরফে নন্দীগ্রামের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ।