মুকুলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর , মুকুল প্রসঙ্গে শুভেন্দু কি বললেন ? কেন হঠাৎ দিল্লি গেলেন মুকুল রায়? কেউ বলছেন বিজেপি-যোগ রয়েছে মুকুলের। তবে বঙ্গ বিজেপির নাকি এবিষয়ে কোনও মাথাব্যাথাই নেই। একদিকে যখন মুুকুলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে থানা-পুলিশ করছেন ছেলে শুভ্রাংশু রায়, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বঙ্গ বিজেপির হাতে এত সময় নেই। বিজেপি এই বিষয় নিয়ে ভাবিত নয় বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার সিঙ্গুরের সভা শেষে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা কোনও কোনও স্তরের তথাকথিত নেতাদের এদিক-ওদিক করার কাজে ইন্টারেস্টেড নই। এই ইন্টারেস্টটা তৃণমূলের।’
সোমবার সন্ধ্যায় আচমকা বিমানে চেপে দিল্লি চলে যান মুকুল রায়। দিল্লি বিমানবন্দরে দেখাও যায় তাঁকে। কিন্তু, তারপর কোথায় গেলেন? কার সঙ্গে আছেন? তা এখনও স্পষ্ট নয়। ছেলে শুভ্রাংশু মঙ্গলবার বিকেলেও দাবি করেন, বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। ফলে, বর্ষীয়ান রাজনীতিককে নিয়ে বাড়ে জল্পনা।
বিজেপির কেউ কেউ বলছেন, মুকুল রায় বিজেপির বিধায়ক, তাই নতুন করে বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই। আবার বিজেপি বলছে, তৃণমূলের কোনও কর্মসূচিতে থাকেন না মুকুল রায়, তাই আলাদা করে নিখোঁজ হওয়ার কোনও ব্যাপার নেই।
আরও পড়ুন – পুত্র শুভ্রাংশুর অভিযোগ পেয়েই বিজেপি নেতাকে থানায় তলব,
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘বিরোধী দলনেতা, বিজেপির রাজ্য সভাপতি সবাই এখন বুথ-সশক্তিকরণ অভিযানে ব্যস্ত। কারও হাতে এত সময় নেই। কে কোথায় গেল, কী রটিয়ে দিল, ওটা ওদের ব্যাপার।’ শুভ্রাংশু রায় মঙ্গলবার সকাল থেকেই দাবি করেছেন, তাঁর বাবা মুকুল রায় মানসিক ভারসাম্যহীন। তাঁকে কেউ বা কারা অপহরণ করে নিয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘তৃণমূল এমন জায়গায় গিয়েছে যে, ছেলে বাবাকেও রেয়াত করছে না।’