‘সিঙ্গুরে সর্বনাশ করেছিলেন মমতা’, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে ফেরানো হবে টাটাকে বার্তা শুভেন্দুর ,বাংলায় বাম শাসনের অবসানে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে সিঙ্গুর আন্দোলনের ভূমিকার কথা বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর পঞ্চায়েত ভোটের আগে শাসক দলকে কাঠগড়ায় তুলতে সেই সিঙ্গুরকেই হাতিয়ার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙ্গুর থেকে টাটার কারখানা সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় ক্ষতি করেছেন, সে কথাই মঙ্গলবার সিঙ্গুরের জনসভা থেকে বলেছেন শুভেন্দু। তাঁর দাবি, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে ফেরানো হবে টাটাকে। তবে এই মন্তব্যে শুভেন্দুকেই পাল্টা কটাক্ষ করছে তৃণমূল। শাসক দল মনে করাচ্ছে, সেই আন্দোলনের সময় মমতার সহযোদ্ধা ছিলেন শুভেন্দুও। আজ কেন একথা বলছেন তিনি? সেই প্রশ্নই তুলছে তৃণমূল।
শুভেন্দুর দাবি, ধরনায় বসে নাটক করে টাটা-কে এ রাজ্য থেকে তাড়িয়ে ছিলেন মমতা। তিনি নিজেও তখন ছিলেন তৃণমূলেও। সেই প্রসঙ্গে শুভেন্দুর ব্যাখ্যা, তিনি শিল্পের বিরোধিতা করেননি, শুধুমাত্র সিপিএমের জমি নীতির বিরোধিতা করেছিলেন। শুভেন্দুর আরও দাবি, সিঙ্গুরে কারখানা হলে, কোনও শ্রমিককে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হত না।
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সিঙ্গুরের আন্দোলন হল কৃষিজমি রক্ষার আন্দোলন। সিঙ্গুরের আন্দোলন যদি খারাপ হয়ে থাকে, পছন্দ না হয়ে থাকে, তাহলে ২০০৯-এর লোকসভায় তৃণমূলের সাংসদ হওয়ার সময় মনে ছিল না? তখন তো বলনি জমি আন্দোলন পছন্দ হয়নি? কুণালের আরও প্রশ্ন, সিঙ্গুরের আন্দোলন শিল্প বিরোধী হলে, নন্দীগ্রামেও তো একই রকম আন্দোলন হয়েছিল। শুভেন্দু কেন তার কৃতিত্ব দাবি করে? সেই প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন – স্বস্তি বিজেপির ,সুকান্ত মজুমদারের কেশপুরের সভার অনুমতি দিল হাইকোর্ট
সিঙ্গুরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ডিনামাইট দিয়ে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানা ধ্বংস করাই শুধু নয়, হাজার হাজার বেকার যুবতীর স্বপ্নও ভেঙে দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ছোট গাড়ির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল।’ উপস্থিত জনতার উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনারা শিল্প চান? কর্মসংস্থান চান? নাকি ডিনামাইট চান।’ মমতা সিঙ্গুরের সর্বনাশ করেছিলেন বলেও দাবি করেন শুভেন্দু।