ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানালেন কানাই মণ্ডল, টাকা নেওয়ার কথা অস্বীকার, শুভেন্দুর কথায় আইনের দ্বারস্থ কানাই, মঙ্গলবার সাগরদিঘীর জনসভায় এসে শুভেন্দু অধিকারী বলেন, কানাই মন্ডল ৫০ লক্ষ ঢাকা ও স্করপিও গাড়ি নিয়ে তৃণমূলে যোগদান করেছে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। আর তারপরেই আইনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের জঙ্গিপুরের সাংগঠনিক চেয়ারম্যান ও বিধায়ক কানাই মণ্ডল। ৩ দিনের মধ্যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানালেন তৃণমূলের জঙ্গিপুরের সাংগঠনিক চেয়ারম্যান ও বিধায়ক কানাই মণ্ডল (kanai mondal)।
মঙ্গলবার সাগরদিঘী উপনির্বাচনে বিজেপি (Bjp) প্রার্থী দিলীপ সাহার সমর্থনে জনসভায় এসে সরাসরি শুভেন্দু অধিকারী বলেন, কানাইবাবুকে তৃণমূলে আসার জন্য আমি ৫০লক্ষ টাকা দিয়েছি ও এনায়েত একটি স্করপিও গাড়ি দিয়েছে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। ২০১৮ সালের ডিসেম্বর (December) মাসে কানাই শুভেন্দুর হাত ধরে সিপিআইএম-এর বিধায়ক থেকে তৃণমূলে যোগদান করেন। এই তৃণমূলে আসার জন্যই তিনি ঢাকা ও গাড়ি নিয়েছিলেন বলেই প্রকাশ্য জনসভায় অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, কানাই মন্ডল ৫০লক্ষ টাকা ও স্করপিও গাড়ি নিয়ে তৃণমূলে যোগদান করেছে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। আর তারপরেই আইনের দ্বারস্থ হয়েছেন কানাই মণ্ডল।
আরও পড়ুন – বর্ধমানের রায়নায় চলল গুলি। তৃণমূল কর্মী ও তাঁর বাবাকে লক্ষ্য করে একের…
তিনদিনের মধ্যে শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানালেন তৃণমূলের জঙ্গিপুরের সাংগঠনিক চেয়ারম্যান ও বিধায়ক কানাই মণ্ডল। বুধবার সাগরদিঘীতে (Sagardighi) তিনি বলেন ইতিমধ্যেই উকিলের সঙ্গে কথা বলেছি। শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা মিথ্যা কথা। উনি যেটা বলেছেন সেটা উনাকেই প্রমান করতে হবে। আমি গাড়ি কিনেছি আমার স্ত্রীর নামে লোন করে, সেইসব কাগজপত্র রয়েছে আমার কাছে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )