পঞ্চায়েতের প্রাক্কালে শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, বৈঠক ঘিরে জল্পনা

পঞ্চায়েতের প্রাক্কালে শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, বৈঠক ঘিরে জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েতের প্রাক্কালে শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, বৈঠক ঘিরে জল্পনা, অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বৈঠক ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছে। এর আগেই ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছেন শুভেন্দু। এ নিয়ে বৈঠকে সরব হবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ? রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারে শুভেন্দু। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

 

 

 

 

 

বিজেপির সাংগঠনিক একাধিক আলোচনাও শুভেন্দু অধিকারী ও অমিত শাহের মধ্যে হওয়ার সম্ভাবনা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কীভাবে দলের কাজকর্ম চালানো যায়, কীভাবে রাজ্যজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের উজ্জ্বীবিত করা যায়, সে নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শাহ-শুভেন্দুর মধ্যে। বরাবরই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের কোন নেতা দায়িত্ব সামলাবেন, দলকে দেখবেন, সে বিষয়ে অমিত শাহের ভূমিকা বরাবরই থেকেছে

 

 

 

 

 

 

 

সংসদ ভবনের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর। যে আলোচনায় কী কী ছিল, তা নিয়েই জল্পনা। আগের দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের মাঝে রাজ্যের বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অনেক মিথ্যে মামলা দিচ্ছে বলে বিজেপির অন্যতম শীর্ষ নেতার কাছে অভিযোগ করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। পাশাপাশি একটি গোটা তালিকা তিনি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেখানে উল্লেখ ছিল, রাজ্যের নির্দেশ মতো কোন কোন অফিসার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এই ধরণের কাজ করছেন। যে সংক্রান্ত আলোচনা বৈঠকে ফের ওঠার সম্ভাবনাই প্রবল। শিবিরের নেতারা। এর পাশাপাশি

 

 

আরও পড়ুন – সিপিএম-এর কেউ অসুস্থ হলে তাকে দৌড়ে হাসপাতালে ভর্তি করব বললেন ফিরহাদ হাকিম

পাশাপাশি রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই দাবিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা রাখতে পারেন বলেই খবর। কারণ, ইতিমধ্যে একাধিকবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার পক্ষেই সওয়াল করতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতারা। তাঁদের দাবি, রাজ্য পুলিশ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানো হলে তা হবে কার্যত ‘প্রহসন’। রাজ্যের পুলিশ ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তাদের বিরুদ্ধে আস্থা না রেখে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীই চাইছেন বিরোধীশিবিরের নেতারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top