রাজ্যের কারা দফতরের অধীনে থাকা জমি নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর , রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের কারা দফতরের ( Correctional Administration Dept) অধীনে থাকা জমি নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। শুভেন্দু অভিযোগ, কারা দফতরের ৫.৬ একর জমি কম দামে দিয়ে দেওয়া হয়েছে। আলিপুর সংশোধনাগারের ওই জমি আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের জন্য খুব সস্তায় দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৮৭৬ কোটি টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আট পাতার একটি চিঠিও লিখে ফেলেছেন। সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল যাতে বিষয়টি অনুসন্ধান করে দেখেন, সেই অনুরোধ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা।
এদিকে শুভেন্দুর টুইট প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার প্রশ্ন তুলে দিয়েছেন, ‘রাজ্যপাল এতে কি করবেন? বাস্তবোচিত পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে। একটা বৃহত্তর প্রকল্প নিয়ে সরকার এগোচ্ছে।’
আরও পড়ুন – ধরা ধরা গলায় বললেন, ‘আমি কিচ্ছু করিনি’ ,ইডি হেফাজতের পর কান্নায় ভেঙে…
টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, আলিপুরে ৫.৬ একর জমি যেখানে ১০ লাখ স্কোয়ার ফুট বিক্রয়যোগ্য জায়গা রয়েছে, তা এক সংস্থাকে ৪১৪ কোটি টাকায় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে মোট বিক্রয়যোগ্য জমির দাম ২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। শুভেন্দুর দাবি, আলট্রা প্রিমিয়াম ওই অ্যাপার্টমেন্টগুলির দাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফুট হতে পারে। সেক্ষেত্রে ওই আলিপুরের ওই জমি জলের দরে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের কারা দফতরের ( Correctional Administration Dept) অধীনে থাকা জমি নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। শুভেন্দু অভিযোগ, কারা দফতরের ৫.৬ একর জমি কম দামে দিয়ে দেওয়া হয়েছে। আলিপুর সংশোধনাগারের ওই জমি আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের জন্য খুব সস্তায় দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের ৮৭৬ কোটি টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )