মমতার জন্য কোন স্টেশনে কত মিনিট দাঁড়াল ট্রেন, মমতার রেলসফর নিয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

মমতার জন্য কোন স্টেশনে কত মিনিট দাঁড়াল ট্রেন, মমতার রেলসফর নিয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মমতার জন্য কোন স্টেশনে কত মিনিট দাঁড়াল ট্রেন, মমতার রেলসফর নিয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। শুক্রবারই মুর্শিদাবাদ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই রেল সফর নিয়ে একাধিক অভিযোগ তুলে এবার রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির প্রতিলিপি টুইটারে শেয়ার করেছেন তিনি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর এই ট্রেন সফরের কারণে সাধারণ যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে। রাজনৈতিক স্বার্থে ট্রেন সফরকে ব্যবহার করা হয়েছে। গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে মালদহের পথে রওনা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর সেদিনের সফর।

 

 

 

 

পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার মতিভ্রম হয়েছে। সকাল থেকে রাত অবধি এসব বকছেন। তাঁর বক্তব্য তো তাঁর দলই সমর্থন করে না। তিনি সমালোচনা করছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে। সেই প্রাক্তন রেলমন্ত্রী, যিনি ট্রেনের ভাড়া ১ টাকা না বাড়িয়েও পরিষেবায় প্রভূত উন্নতি এনেছিলেন। তাঁর সমালোচনা করছেন মানে তিনি পাগলের মতো মধ্য গগনে সূর্যের দিকে তাকিয়ে পথ চলছেন। তাতে সূর্যের কিছু হয় না, যে চলছে তার চোখটাই পুড়ে যায়। আগামিদিনে লোডশেডিং নেতার তাই হতে চলেছে।”

 

 

আরও পড়ুন – বর্ধমান স্টেশনে পুলিশ সুপারকে ডেকে কানে কানে কথা মুখ্যমন্ত্রীর,দিলেন উপহার

 

 

শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ‘আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। ৩ মে ২০২৩ 12345 HWH-GHY সরাইঘাট এক্সপ্রেসে যাত্রী পরিষেবা ইচ্ছাকৃত বিঘ্নিত হয়েছে বলে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। সেই ট্রেনে যাত্রী হিসাবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর লোকজন। রীতিমতো হাইজ্যাক করা হয়েছিল ট্রেনটি। যাত্রীস্বচ্ছন্দ্যের কথা না ভেবেই রাজনৈতিক কারণে এসব করা হয়েছে। ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হয়েছে।’ এ সংক্রান্ত একটি নোটও শেয়ার করেছেন তিনি।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top