স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া স্বাস্থ্য দফতর! বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখবে টিম, স্বাস্থ্যসাথীর নিয়ম লঙ্ঘন করা হয়েছে এমন ৩০ শতাংশ অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই উঠেছে। অডিটের পরই হাসপাতালের বকেয়া টাকা মেটানো হবে। বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী নিয়ে কোনও দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে নজরদারি টিম গঠন করল রাজ্য। স্বাস্থ্যসাথীর নিয়ম লঙ্ঘন করা হয়েছে এমন ৩০ শতাংশ অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই উঠেছে। অডিটের পরই হাসপাতালের বকেয়া টাকা মেটানো হবে। কোনও হাসপাতাল কারচুপি করে টাকা নিয়ে থাকলে সেই টাকা ফেরাতে হবে। একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশিকা দিয়ে জানাল স্বাস্থ্য দফতর।
গতবছর স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে কড়া অবস্থান নেয় রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় জানানো হয়,
চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে যদি দেখা যায়, অস্ত্রোপচার (opration) সম্ভব নয়, তাহলে প্যাকেজের ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা।
অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০%। কিডনি ও গলব্লাডারের পাথর পুরোপুরি না বের হলে পাওয়া যাবে ৬০% টাকা।
অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল।
হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা।
অস্ত্রোপচার দরকার নেই, এরকম রোগীর ক্ষেত্রে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হলে মিলবে মাত্র ১৫% টাকা।
পরীক্ষা-নিরীক্ষা না করে, চিকিৎসা শুরুর আগেই রোগীকে রেফার করে দিলে সেই হাসপাতলকে কোনও টাকাই দেওয়া হবে না।
চিকিৎসা পুরোপুরি শেষ না করে রোগীকে রেফার বা ট্রান্সফার করলে মিলবে অর্ধেক টাকা।
পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার না করে রেফার বা ট্রান্সফার করলে মিলবে ২৫% টাকা।
আরও পড়ুন – সাতসকালে পান্ডুয়ায় শ্যুটআউট! গাড়ি থেকে নামিয়ে জি টি রোডের উপরে গুলি
স্বাস্থ্যসাথী (Swastha Sathi) প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে উঠেছে বেনিয়মের অভিযোগ। কখনও বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে রোগী। কখনও স্বাস্থ্যসাথীর প্যাকেজের থেকে বেশি টাকা রোগীর থেকে নেওয়া হয়েছে বলে দাবি। স্বাস্থ্যসাথী নিয়ে কোনও দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখতে এবার কড়া অবস্থান নিল স্বাস্থ্য দফতর। এই দুর্নীতি খতিয়ে দেখতে এবার রাজ্য সহ জেলা স্তরে নজরদারি টিম গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।