
আলোচনা শীর্ষ থাকলেও ‘বোল্ড অ্যান্ড হট’ অভিনেত্রী স্বস্তিকা (Swastika), তাঁর ব্যক্তিত্বের জন্যে সবসময় ইন ও এভারগ্রীন। নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইল স্টেটমেন্টের জন্যে আজও জনপ্রিয় তিনি। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে। এমনকি ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁট কাটা’ নামেও পরিচিত সে।
১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমিত সেনের ছেলে সাগর সেনের সঙ্গে স্বস্তিকার বিয়ে হয়। কিন্তু বৈবাহিক জীবন একদমই সুখকর হয়নি অভিনেত্রীর। গর্ভবতী অবস্থায়ও শিকার হতে হয়েছে নির্যাতনের। বিয়ের দু’ বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অভিনেতা দিব্যেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে খুব কম দিনের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা (Swastika) মুখোপাধ্যায়। ‘নন্দিনী’ ছবির শ্যুটিং সেটে কাছে আসেন দুজনে।
আরও পড়ুন অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ হলো সৌদি আরব, কাতার ও কুয়েতে
জিৎ-স্বস্তিকা
টলিউডের সুপারস্টার জিৎ-র সঙ্গে স্বস্তিকার সম্পর্ক অনেকেরই অজানা। ‘পিতৃভূমি’, ‘প্রিয়তমা’ ও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। যদিও ‘মস্তান’ ছবির সময় থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। শোনা যায় সম্পর্কে অনেকটা এগোনোর পর, স্বস্তিকা কেরিয়ার নিয়ে কোনও রকম ত্যাগ করতে চাননি। এরপর মোহনা রাতলানিকে বিয়ে করেন জিৎ।
সৃজিত-স্বস্তিকা
এরপরই স্বস্তিকার জীবনে আসেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনার যায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা। যদিও সম্পর্কের ব্যাপারে কখনও মুখ খোলেননি তাঁরা। শোনা যায় সৃজিত এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলেন। ‘জাতিস্মর’-র পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে খবর।
সুমন-স্বস্তিকা
সৃজিত মুখার্জির সঙ্গে বিচ্ছেদের পর স্বস্তিকা সম্পর্কে জড়িয়েছিলেন চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে। দুজনের ঘনিষ্ঠ মহলের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন দুজনেই।
পরমব্রত-স্বস্তিকা
টলিপাড়ার চর্চিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা একসঙ্গে ‘হ্যাং আউট’ থেকে শুরু করে ‘পার্টি’ করা সবি তাঁরা করতেন একসঙ্গে। এরপর কিছু ব্যক্তিগত সমস্যার জন্য তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।