টাকি রোডের শোভাযাত্রা কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে ভাসান শুরু হলো

টাকি রোডের শোভাযাত্রা কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে ভাসান শুরু হলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
টাকি রোডের শোভাযাত্রা কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে ভাসান শুরু হলো

টাকি রোডের শোভাযাত্রা কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে ভাসান শুরু হলো। সুন্দরবনের লোকপ্রসার শিল্পীদের বাউল ভাটিয়ালি পাতা নাচ মহিলা ঢাকি দের নিয়ে সুসজ্জিত ট্যাবলা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।  দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণা করেছে পাশাপাশি তাকিয়ে ইছামতি দুই বাংলার বিসর্জন হেরিটেজ স্বীকৃতি সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলেছেন এবার বসিরহাট শহরে প্রথম কার্নিভাল শুরু হবে।

আরও পড়ুনঃ শুক্রবার কার্নিভাল, আয়োজন কতদূর শহর ও শহরতলিতে

সেই নির্দেশমতো বসিরহাট মহকুমা শাসক আই এস আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, আইসি সুরিন্দর সিং, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্র বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব। বসিরহাট শহরে এই প্রথম পুজো কার্নিভাল শুরু হল।

 

আজ দুপুর ১২ টা নাগাদ বসিরহাট সেরা সেরা বারোটা দুর্গাপুজোর প্রতিমা ক্লাব সদস্যদের শোভাযাত্রা সেইসঙ্গে বাংলা প্রাচীন সাংস্কৃতিক বৃষ্টি তুলে ধরতে ভাটিয়ালি বাউল পাতা নাচ দর্শকদের বিচারে থাকা প্রতিমাদের কে সুসজ্জিত ট্যাবলো অংশগ্রহণ করেন। লোকপ্রসার শিল্পীদের নাচ ও গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। লোক প্রসার শিল্পীদের আওতায় মহিলা ডাকিদের ডাকি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বসিরহাট প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট থানা, ইছামতি বোটঘাট,হয়ে বিদ্যুৎ সংঘ পর্যন্ত সহ প্রায় ২, কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে এই কার্নিভাল শেষ হবে। তারপর ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন হবে।

 

অন্যদিকে, বসিরহাটের প্রাচীনতম ঐতিহ্যবাহী নীরাঞ্জনের প্রস্তুতি চলছে। মঙ্গল বারের পর ফের বুধবার সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে নৌকা,বসিরহাটের বোর্ড ঘাটে এসে জড়ো হচ্ছে। বসিরহাটের একাধিক ক্লাব ও বাড়ির পুজোর প্রতিমা এই নৌকায় তুলে ইছামতি নদীর মাঝ বরাবর নীরঞ্জন দেওয়া হবে। তারই প্রথম প্রস্তুতি পর্ব শুরু। বসিরহাটের ইছামতির ঘাট। বসিরহাট পুলিশ জেলার কোথেকে বসিরহাট শহর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে যেহেতু পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার অন্যদিকে রয়েছে সুন্দরবন। তার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। তার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top