
আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবানরা। তালিবানরা (Taliban) আফগানিস্তানের দখল নেওয়ার পরই সেখান থেকে পালিয়ে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। এদিকে আফগানিস্তানে তালিবানি শাসনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন আফগানিস্তানের নাগরিকরা। জানা গিয়েছে, আফগানিস্তান দখলের পরেই ১৫ বছরের বেশি বয়সি মেয়েদের এবং ৪৫ বছরের কম বয়সি বিধবাদের তালিকা চাইল তালিবানরা (Taliban)। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে তালিবানরা।
স্থানীয় ধর্মীয় নেতাদের সেই নির্দেশিকা পাঠিয়েও দিয়েছে তালিবানরা। তালিবানদের (Taliban) কথায়, ১৫ বছরের বেশি বয়সি মেয়েদের এবং ৪৫ বছরের কম বয়সি বিধবাদের বিয়ে দেওয়া হবে তালিবান যোদ্ধাদের সঙ্গে। পাকিস্তানের উজিরিস্তানে ইসলামে ধর্মান্তরিত করা হবে ১৫ বছরের বেশি বয়সি মেয়েদের এবং ৪৫ বছরের কম বয়সি বিধবাদের। ১৮ বছরের বেশি বয়সি মেয়েদের বাড়িতে রাখা উচিত নয়। এটা পাপ, তাদের অবশ্যই বিয়ে করতে হবে।
এদিকে তালিবানদের (Taliban) ভয়ে কাঁপছেন আফগানিস্তানের বাসিন্দারা। স্থানীয়দের কথায়, তালিবানরা বাড়িতে ঢুকে জোর করে মেয়েদের তুলে নিয়ে যাবে। বিয়ে করে মেয়েদের দাস বানিয়ে রাখবে তালিবানরা। বাড়িতে জোর গলায় কথা বলা যাচ্ছে না, গান শোনাও যাচ্ছে না। রাস্তায় মহিলারা কেউ সেভাবে যাচ্ছেন না। তালিবানরা বাড়ির মহিলাদের বিষয়ে খোঁজ নিচ্ছে।
এদিকে তালিবানরা (Taliban) আফগানিস্তানের ক্ষমতা দখল করতেই অশান্ত হয়ে উঠছে গোটা পরিস্থিতি। কাবুল বিমানবন্দরে ক্রমশ ভিড় বাড়ছে মানুষের। আফগানিস্তান ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে চাইছেন বহু মানুষ। আমেরিকা সেন্য পত্যাহার করার ফলেই এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
এদিকে আফগানিস্তান তালিবানদের দখলে আসার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথায়,‘আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বাইডেনের পদত্যাগ করার সময় এসে গিয়েছে। আফগানিস্তানের সঙ্গে বাইডেন যা করলেন, তা অত্যন্ত লজ্জাজনক। ট্রাম্প বলেন, আমি যদি প্রেসিডেন্ট পদে থাকতাম তাহলে আফগানিস্তানকে তালিবানদের হাতে যেতে দিতাম না।
উল্লেখ্য, তালিবানদের (Taliban) ভয়ে কাঁপছেন আফগানিস্তানের বাসিন্দারা। স্থানীয়দের কথায়, তালিবানরা বাড়িতে ঢুকে জোর করে মেয়েদের তুলে নিয়ে যাবে। বিয়ে করে মেয়েদের দাস বানিয়ে রাখবে তালিবানরা। বাড়িতে জোর গলায় কথা বলা যাচ্ছে না, গান শোনাও যাচ্ছে না। রাস্তায় মহিলারা কেউ সেভাবে যাচ্ছেন না। তালিবানরা বাড়ির মহিলাদের বিষয়ে খোঁজ নিচ্ছে।