পশ্চিমা দেশগুলোকে বেঁধে দেওয়া সময়সীমা বাড়াবে না তালেবান ( Taliban )

পশ্চিমা দেশগুলোকে বেঁধে দেওয়া সময়সীমা বাড়াবে না তালেবান ( Taliban )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Taliban
পশ্চিমা দেশগুলোকে বেঁধে দেওয়া উদ্ধারের সময়সীমা বাড়াবে না তালেবান ( Taliban )
ছবি সংগ্রহে সাইন টিভি

আফগানিস্তানে এখনে আটকে বহু ভারতীয়। গত রবিবার থেকেই কাবুল দাপিয়ে বেড়াচ্ছে তালিবান বন্দুকধারীরা। এদিকে তালেবান ( Taliban ) আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর গত ৭ দিনের বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিকরা আফগান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এরই মধ্যে কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে আফগান রক্ষীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

সূত্রের খবর অনুযায়ী, কীভাবে এই গোলাগুলি শুরু হয়েছিল তা এখনো পরিস্কার নয়। তবে বলা হচ্ছে, জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল।  এদিকে এ ঘটনার পর তালেবান ( Taliban ) জানিয়েছে, তারা পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১ অগাস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়ানো হবে না।  অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সব লোককে সরিয়ে নিতে মার্কিন ও তাদের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী কাজ করছেন।

আর ও পড়ুন     রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)

এজন্য সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ ৩১ আগস্ট পার হয়ে যেতে পারে। এ বিষয়ে তালেবানের ( Taliban ) মুখপাত্র সুহাইল শাহীন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন কথা দিয়েছিলেন ৩১ অগাস্টের মধ্যে সৈন্যদের ফিরিয়ে নিবেন। যদি এরপরও মার্কিন সৈন্যরা আফগানিস্তানে থেকে যায়, তার মানে আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সময় আরও বাড়া। যদি এই সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়, তাহলে এর পরিণাম সম্পর্কে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেন। এই সময়সীমা লঙ্ঘনের কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

 

সূত্রের খবর অনুযায়ী, কীভাবে এই গোলাগুলি শুরু হয়েছিল তা এখনো পরিস্কার নয়। তবে বলা হচ্ছে, জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল।  এদিকে এ ঘটনার পর তালেবান ( Taliban ) জানিয়েছে, তারা পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১ অগাস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়ানো হবে না।  অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সব লোককে সরিয়ে নিতে মার্কিন ও তাদের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী কাজ করছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top