
তালেবান ( Talibani ) আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে । তবে এঘটনা এবারই প্রথম নয়, ২০ বছর আগেও একই চেহারা দেখেছিলেন আফগানরা। সে সময়ও তালেবানের ( Talibani ) ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন বহু মানুষ। সেই মানুষের ভিড়ে ছিলেন বলিউড অভিনেতা সালমান খানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হোসেন। গোটা আফগানিস্তানকে ফের তালেবানের ( Talibani ) দখলে যেতে দেখে সেই আতঙ্ক ঘিরে ধরেছে ওয়ারিনাকে।
আর ও পড়ুন আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে
মনে পড়ছে ২০ বছর আগের সেই কথা। সেই কথাই জানালেন এই নায়িকা। ২০ বছর আগে তালিবানের হাত থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার ভারতে পালিয়ে আসেন। তারপর থেকে এই দেশকেই নিজের দেশ হিসেবে মেনে নিয়েছেন ওয়ারিনা। কিন্তু সেই দিনের কথা আজও মনে পড়ে তার। পরিবার নিয়ে কাটিয়েছিলেন কত সুন্দর সময়। চোখে ভাসছে সপরিবার বনভোজন করার দিনগুলো। ওয়ারিনা সেই দিনগুলোর সঙ্গে এখনকার সময়কে তুলনা করে বললেন, এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।
আর ও পড়ুন রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)
আফগানিস্তানের বর্তমান অবস্থা তুলে ধরে ওয়ারিনা বলেন, ফের শরণার্থীর সংখ্যা বাড়বে। আমি জানি, কোনও দেশের পক্ষেই এতো মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয়। তাও আমি অনুরোধ করব সমস্ত রাষ্ট্রনেতাকে, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়াতে। তিনি বলেন, আমি চাই না আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুন। আমি সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল। ওয়ারিনার আক্ষেপ, গত ২০ বছর ধরে তিল তিল করে আফগানিস্তান উন্নতির মুখ দেখছিল, কিন্তু হয়তো এখন সেই সমস্ত প্রচেষ্টা শেষ হয়ে যাবে।