নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- আজ মহালয়া । পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সন্ধিক্ষণে পূণ্যতিথি। বৃহস্পতিবার ভোর থেকে শহরে বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। আজ থেকেই যেন শুরু মায়ের আসার অফিসিয়াল কাউন্ট ডাউন । বাজে কদমতলা ঘাটে তর্পণে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছে। এদিন কলকাতা পুলিশ জানিয়েছে, গঙ্গার ঘাটে কড়া নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি সর্তকতা মূলক ব্যবস্থা হিসাবে রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা টিম।সকলকেই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বিধি মেনে তর্পন করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও বাস্তব ক্ষেত্রে ছবি টা একেবারেই উল্টো। ঘাট কম থাকায় ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে এমন কথাও শোনা যাচ্ছে প্রহরীরত পুলিশের কাছ থেকে।
কড়া নজরদারি পুলিশের বাবুঘাটে চলছে তর্পণ। প্রত্যেক বারের মতো এবারেও তর্পনের ভিড় বাবুঘাট চত্বরে।যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। কোনোভাবেই বড়ো গাড়ি ঢুকতেই দেয়া হচ্ছে না ওই চত্বরে।