চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তসলিমা নাসরিনের। হাসপাতালের বেডে শুয়ে তিনি চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তুলেছেন । বুধবার করা সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমা নাসরিন বলেছেন, তাঁর হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয়নি। বড় পাজামা পরে হাঁটতে দিয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে হাঁটুতে ব্যথা। এক্সরের পরে দুটি অপশন দেন চিকিৎসকরা। সেই মতো তিনি ফিক্সেশান করানোর ব্যাপারে সিদ্ধান্ত নে। কিন্তু ওটিতে ঢোকার মুখে তাঁকে জানানো হয় হিপ রিপ্লেসমেন্ট ছাড়া উপায় নেই। সেই সময় দ্বিতীয় মতামত নেওয়ার সময় পর্যন্ত চিকিৎসকরা দেননি বলে অভিযোগ করেছেন লেখিকা।
তারপর থেকেই তিনি পঙ্গু বলে অভিযোগ। তাঁর প্রশ্ন পঙ্গু জীবন পেতেই কি বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করাতে এসেছিলেন। তিনি বলেছেন, মাথায় ব্যথা পেয়ে চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু মাথাটাই কেটে নেওয়া হয়েছে।বাংলাদেশ সেকুলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মীর মোনাজ হক ফেসবুকে তলসিমা নাসরিনের হাসপাতালে ভর্তির থাকার একটি ছবি পোস্ট করে বলেছেন, সবে তো ৬০ বছর হলো।
আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল
আরও বহুদিন বাঁচতে হবে তাঁকে। দিল্লির এক হাসপাতালে তিনি রয়েছেন বলে জানিয়ে মীর মোনাজ হক বলেছএন, মানসিকভাবে শক্ত মনের মানুষ তসলিমা। তসলিমা নাসরিনকে বাংলাদেশের তিন যুগের আলোচিত এই প্রতিবাদী লেখক, সাহিত্যিক ও কবি বলেও বর্ণনা করেছেন।
উল্লেখ্য, হাসপাতালের বেডে শুয়ে তিনি চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তুলেছেন । বুধবার করা সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমা নাসরিন বলেছেন, তাঁর হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয়নি। বড় পাজামা পরে হাঁটতে দিয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে হাঁটুতে ব্যথা। এক্সরের পরে দুটি অপশন দেন চিকিৎসকরা। সেই মতো তিনি ফিক্সেশান করানোর ব্যাপারে সিদ্ধান্ত নে। কিন্তু ওটিতে ঢোকার মুখে তাঁকে জানানো হয় হিপ রিপ্লেসমেন্ট ছাড়া উপায় নেই। সেই সময় দ্বিতীয় মতামত নেওয়ার সময় পর্যন্ত চিকিৎসকরা দেননি বলে অভিযোগ করেছেন লেখিকা।
তারপর থেকেই তিনি পঙ্গু বলে অভিযোগ। তাঁর প্রশ্ন পঙ্গু জীবন পেতেই কি বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করাতে এসেছিলেন। তিনি বলেছেন, মাথায় ব্যথা পেয়ে চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু মাথাটাই কেটে নেওয়া হয়েছে।বাংলাদেশ সেকুলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মীর মোনাজ হক ফেসবুকে তলসিমা নাসরিনের হাসপাতালে ভর্তির থাকার একটি ছবি পোস্ট করে বলেছেন, সবে তো ৬০ বছর হলো।