Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The teacher of Chanchal is getting Shiksharatna honor

শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন চাঁচলের শিক্ষক ( Teacher )

শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন চাঁচলের শিক্ষক ( Teacher )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Teacher
শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন চাঁচলের শিক্ষক ( Teacher )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আগামীকাল ৫ই সেপ্টেম্বর শিক্ষক ( Teacher ) দিবসের দিন শিক্ষারত্ন পুরস্কারে সন্মান পাচ্ছেন চাঁচলের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সত্তার।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে ভার্চুয়ালী ভাবে মালদা জেলা শাসকের ভবনে আব্দুল সাত্তারকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে।গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনন্য শিক্ষকতার অবদানের কারণে এই সম্মান দেওয়া হবে।যা নিয়ে সবাই খুশি।

 

আরও জানা গিয়েছে,চাঁচল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত মহব্বতপুর গ্রাম। ওই গ্রামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি প্রাথমিক স্কুল রয়েছে। ওই স্কুলের শিক্ষকতা ( Teacher ) সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুল সাত্তার। ২০০৩ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি। তারপর সেই থেকে নিষ্ঠার সহিত নিজের দায়িত্ব পালন করে চলেছেন আব্দুল বাবু। স্কুলের পড়ুয়াদের সঠিক শিক্ষাদান, শরীরচর্চা, গান বাজনা সহ বিভিন্ন সামাজিক শিক্ষার পাঠ দান করে চলেছেন।

 

আর ও  পড়ুন  কালিয়াগঞ্জের ( Kaliaganj ) বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দিলেন

 

পাশাপাশি বিদ্যালয় চত্বরে নিজের হাতে একাধিক ফুলের গাছ রোপন শুরু করে, জলের ফোয়ারা, মাছ চাষ আরো অন্যান্য মনোরম দৃশ্য তিনি বিদ্যালয়ের ফুটিয়ে তুলেছেন। শিক্ষকতায় ( Teacher ) অনন্য নজিরের কারণে এবছর তাকে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। আগামীকাল 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধা কৃষ্ণননের জন্মদিনে শিক্ষারত্ন সম্মান পেতে চলেছেন আব্দুল বাবু। এই খবর চাউর হওয়ার পরে মহব্বতপুর গ্রাম সহ চাঁচোল মহকুমার শিক্ষা মহলে দেখা দিয়েছে খুশির ঢেউ।

 

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার বলেন, শিক্ষা নিয়েই কাজ আমার, ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানের পাশাপাশি সমাজে তাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমি জানতে পারি রাজ্য শিক্ষা দপ্তর থেকে আমাকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। ভালো লাগছে আমার কাছে সব থেকে বেশি আনন্দের আমার স্কুলের পড়ুয়ারা।

 

স্থানীয় বাসিন্দা,স্মৃতি রায় জানান,আমার ছেলে এককালীন এই স্কুল পড়াশোনা করেছে । ছেলের উচ্চ শিক্ষা ক্ষেত্রে মাস্টারমশাইয়ের মতামত নিতাম। এছাড়া স্কুলে মিডডে মিলে মাস্টার মশাই নিজেই তদারকি করেন।পড়ুয়াদের পুষ্টিকরের লক্ষ‍্যে করোনার আগে স্কুলে হামেশাই দেশী মুরগীর রান্না হত স্কুলে।মাস্টার মশাইয়ের তদারকিতে স্কুলের সৌন্দর্য্যায়নের অনেকটা বৃদ্ধি পেয়েছে। শিক্ষারত্ন পুরস্কার পাওয়া যোগ‍্য সাত্তার বাবু।আমরাও গ্রামবাসীরা গর্বিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top