টিম বাসেই রঙের উৎসবে মাতলেন বিরাট, রোহিতরা ,বৃহস্পতিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ তথা অন্তিম টেস্টে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। ইনদওরে তৃতীয় টেস্টে পরাজিত হলেও, আপাতত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চতুর্থ টেস্টের আগে ইতিমধ্যেই আমদাবাদে অনুশীলনও শুরু করেছে ভারতীয় দল। এরই মাঝে টিম বাসেই রঙের উৎসবে মাতলেন ভারতের তারকা ক্রিকেটাররা।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিলরা সকলেই মহানন্দে দোল উৎসব পালন করলেন। দলের কোচ রাহুল দ্রাবিড়ও কিন্তু বাদ যাননি। তাঁকেও রং মেখে টিম বাসের মধ্যে বসে থাকতে দেখা যায়। ভারতের তারকা ব্যাটার শুভমন গিলই দলের সকলের টিম বাসে দোল খেলার এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে বারংবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে পিচ। ইনদওরে তৃতীয় টেস্টের পিচকে নিম্নমানের রেটিংও দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এবার পিচ বিতর্কে মুখ খুললেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইনদওরের পিচকে বিশেষজ্ঞরা সমালোচনায় ভরিয়ে দিলেও দ্রাবিড়ের এই বিষয়ে কিন্তু দৃষ্টিভঙ্গি বাকিদের থেকে সম্পূর্ণ ভিন্ন।
আরও পড়ুন – মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির মহিলা!
সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ বলেন, ‘আমি এই বিষয়ে বেশি গভীরে যেতে চাই না। ম্যাচ রেফারির পিচ সম্পর্কে নিজের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ম্যাচ রেফারি যাই বলুন না কেন, আমি ওঁর সঙ্গে সহমত পোষণ করি কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়ার হাতছানি রয়েছে প্রতিটি ম্যাচেই, তাই সকলেই ম্যাচগুলি থেকে ফলাফলের প্রত্যাশায় রয়েছেন। অনেক সময় এই সঠিক ভারসাম্যটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অবশ্য এটা কিন্তু এই প্রথম নয় এবং কেবল যে ভারতেই এমনটা ঘটে, তাও নয়।’