তৃণমূলের বিজয় উৎসবে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে পায়ে চোট পেলেন তেহট্টের বিধায়ক তাপস, কেন্দ্রীয় বাহিনীর হাতে ‘আক্রান্ত’ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) । লাঠির ঘায়ে তাঁর পায়ে চোট লেগেছে বলে অভিযোগ। বাহিনীকে পাল্টা হুমকি দিয়েছেন বিধায়ক (Tapas Saha)। যা নিয়ে তেহট্টে ধুন্ধুমার বেধেছে।তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হয়েছেন। তিনি দলবল নিয়ে গণনাকেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন বলে অভিযোগ। লাঠিচার্জে তাঁর পায়ে চোট লেগেছে।
বিরোধীরা এর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হয়। তারা বাহিনীর হস্তক্ষেপ দাবি করে। কেন্দ্রীয় বাহিনী এর পরেই গণনাকেন্দ্রের সামনে গিয়ে তৃণমূল (TMC) কর্মীদের উল্লাসে বাধা দেয়। জমায়েত সরিয়ে দিতে গেলে তাপস (Tapas Saha) বাধা দেন। এর পরেই তাঁর উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে তাপসের (Tapas Saha) পায়ে চোট লেগেছে। এ ছাড়া, আরও কয়েক জন তৃণমূল কর্মী লাঠির ঘায়ে জখম হয়েছেন।
কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাপস (Tapas Saha) নিজে এতে ক্ষুব্ধ হয়েছেন। বিরোধীদের কথায় লাঠিচার্জের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিধায়ক (Tapas Saha)। তাঁর পাল্টা হুমকি, বাহিনীর দিকে ইট-পাটকেল ছুড়ে মারবেন তাঁরা।
আরও পড়ুন – আরাবুলের ডেরায় ১১টি আসনে জয় ISF-জোটের, কি বলছেন দাপুটে নেতা আরাবুল ?
মঙ্গলবার তেহট্ট হাই স্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছিল। অভিযোগ, তাপস (Tapas Saha) তাঁর দলবল নিয়ে গণনাকেন্দ্রে পৌঁছন। সেখানে তৃণমূলের জমায়েত হয়। বেশ কয়েক জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী জয়ী হলে গণনা শেষ হওয়ার আগেই তাপসেরা কেন্দ্রের সামনে বিজয়োৎসব শুরু করেন। জয়ের উল্লাসে মেতে ওঠে তৃণমূল।
আরও পড়ুন – সোমবার অস্ত্র ব্যাবসায়ী মনোজকে গ্রেফতার করেছিল NIA, মঙ্গলবার ভোটে জিতলেন নলহাটির তৃণমূল…
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )