তেজস্বীর সদ্যোজাত কন্যার নাম রাখলেন লালু, নাতনির কী নাম রাখলেন দাদু লালু?

তেজস্বীর সদ্যোজাত কন্যার নাম রাখলেন লালু, নাতনির কী নাম রাখলেন দাদু লালু?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তেজস্বীর সদ্যোজাত কন্যার নাম রাখলেন লালু, নাতনির কী নাম রাখলেন দাদু লালু? সদ্যোজাত নাতনির নাম রাখলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বৃহস্পতিবার নিজের মেয়ের সেই নাম প্রকাশ্যে আনলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদব। হিন্দিতে একটি টুইট করে তেজস্বী লেখেন, “সকলকে ধন্যবাদ এতটা ভালবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। লালুপ্রসাদজি আমার মেয়ের নাম রেখেছেন ‘কাত্যায়নী’। কিছু দিন আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বী। গত সোমবার লালু এবং তাঁর স্ত্রী রাবড়ি তাঁদের সদ্যোজাত নাতনির সঙ্গে একটি ছবি তুলে তা সমাজমাধ্যমে দেন।

 

 

 

 

এর আগে নিজের কন্যা এবং স্ত্রীর একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন তেজস্বীও। একই সঙ্গে লিখেছিলেন, “ভগবান আমাদের ফুটফটে এক কন্যাসন্তান উপহার দিয়েছেন।” ‘কাত্যায়নী’ নবদুর্গার ষষ্ঠ অবতার। পুরাণ মতে এই কাত্যায়নীই মহিষাসুরকে বধ করেছিলেন। আপাদমস্তক রাজনৈতিক পরিবারে নবজাতক কন্যা বিরোধীদেরকেও রাজনৈতিক ভাবে বধ করবেন কি না, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে গিয়েছে।

 

 

 

আরও পড়ুন – ৬ এপ্রিল রাজ্যে আবারও কর্মবিরতির ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা

 

কিছু দিন আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বী। গত সোমবার লালু এবং তাঁর স্ত্রী রাবড়ি তাঁদের সদ্যোজাত নাতনির সঙ্গে একটি ছবি তুলে তা সমাজমাধ্যমে দেন। ওই ছবির সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু লেখেন, “প্রথম বারের জন্য নাতনিকে কোলে নেওয়া জীবনের দারুণ এক অভিজ্ঞতা। কখনও কখনও মনে হয় নাতি-নাতনিরা আমাদের আত্মারই অংশ।”

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top