নিজস্ব সংবাদদাতা ৩ নভেম্বর ২০২০ বীরভূম: বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা মঙ্গলবার সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন। ৬০ বছর পর্যন্ত কাজের স্থায়িত্ব সহ তিনটি দাবি দেওয়া রয়েছে এই সকল অবরোধকারীদের।
এদিন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর সিউড়ি থানার পুলিশ তাদের দাবি-দাওয়াগুলি খতিয়ে দেখার বিষয় আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।
আরও পড়ুন…তবে কি ভাঙছে শ্রাবন্তীর তৃতীয় সংসার!
প্রসঙ্গত এই সকল কর্মীরা দীর্ঘ ২৩ দিন ধরে সিউড়ি বিদ্যাসাগর কলেজের সামনে নিজেদের দাবি-দাওয়া নিয়ে অনশন করছেন। তাদের অভিযোগ এই অনুষ্ঠান চলাকালীন জেলা প্রশাসনের তরফ থেকে কেউ কোনো রকম যোগাযোগ না করায় তারা আজ পথ অবরোধে নামতে বাধ্য হলেন।