নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১২ অক্টোবর, ২০২০: কর্মক্ষেত্রে সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবি নিয়ে আজ অনশন কর্মসূচি শুরু করেছে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়িস সমিতির অস্থায়ী শিক্ষক কর্মীরা। সিউড়ি বিদ্যাসাগর কলেজ গেটের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হয়েছ।
অস্থায়ী শিক্ষক কর্মীরাদের দাবী হল সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে। ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করতে হবে। অবসরকালীন ভাতা প্রদান করতে হবে। এই ধরনের বিভিন্ন দাবি নিয়ে আজ অনশন কর্মসূচি পালন করছেন তারা। ৪০ থেকে ৫০ জন অস্থায়ী শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন…পাগড়ি কাণ্ডে পুলিশের সাসপেন্ডের দাবি দিলীপ ঘোষের
ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নিজে। যতদিন না তাদের দাবি মানা হবে তারা এভাবেই অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন।