খড়দহ পুষ্প প্রর্দশনীর শুভ সূচনা। শুভ সূচনা হল চারদিন ব্যাপী ২৪ তম বর্ষের খড়দহ পুষ্প প্রর্দশনী। পয়লা জানুয়ারির বিকেলে খড়দহ গভর্মেন্ট কলোনির মাঠে ফিতে কেটে পুষ্প প্রর্দশনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রাক্তন ইসরো অধিকর্তা তথা বিশিষ্ট বিজ্ঞানী তপন মিশ্র ও সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। প্রদর্শনী চলবে আগামী ৪ ঠা জানুয়ারি পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য,পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান চারন চক্রবর্তী, কমিটির তিনজন সম্পাদক ডঃ গৌতম মুখার্জি,অতীন বসু,অসীম বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে,চারদিন ব্যাপী এই প্রর্দশনীর ঘিরে থাকছে বিঞ্জান বিষয়ক প্রর্দশনী, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরষ্কার প্রদান অনুষ্ঠান। এবারের প্রর্দশনীতে পুষ্প প্রেমি ও নার্সারি মিলিয়ে প্রায় ৬৪ টি সংস্থা তাদের ফুলশয্যার ডালি নিয়ে হাজির হয়েছেচন্দ্রমল্লিকা,ডালিয়া,গোলাপ, বিভিন্ন প্রাজাতির ক্যাকটাস দেখতে উদ্বোধনী দিনেই দর্শকদের ভিড় উপচে পড়ছিল।
আরও পড়ুন – কোচবিহার বইমেলায় উপচে পড়া ভিড়
উল্লেখ্য, শুভ সূচনা হল চারদিন ব্যাপী ২৪ তম বর্ষের খড়দহ পুষ্প প্রর্দশনী। পয়লা জানুয়ারির বিকেলে খড়দহ গভর্মেন্ট কলোনির মাঠে ফিতে কেটে পুষ্প প্রর্দশনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রাক্তন ইসরো অধিকর্তা তথা বিশিষ্ট বিজ্ঞানী তপন মিশ্র ও সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। প্রদর্শনী চলবে আগামী ৪ ঠা জানুয়ারি পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য,পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান চারন চক্রবর্তী, কমিটির তিনজন সম্পাদক ডঃ গৌতম মুখার্জি,অতীন বসু,অসীম বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে,চারদিন ব্যাপী এই প্রর্দশনীর ঘিরে থাকছে বিঞ্জান বিষয়ক প্রর্দশনী, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরষ্কার প্রদান অনুষ্ঠান। এবারের প্রর্দশনীতে পুষ্প প্রেমি ও নার্সারি মিলিয়ে প্রায় ৬৪ টি সংস্থা তাদের ফুলশয্যার ডালি নিয়ে হাজির হয়েছেচন্দ্রমল্লিকা,ডালিয়া,গোলাপ, বিভিন্ন প্রাজাতির ক্যাকটাস দেখতে উদ্বোধনী দিনেই দর্শকদের ভিড় উপচে পড়ছিল।