নিজস্ব সংবাদদাতা ২৬ অক্টোবর ২০২০ :নিউটাউন উপাসনা বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন। মূলত নিউটাউন, রাজারহাট, সল্টলেক ও পার্শ্ববর্তী এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয়।
সমস্ত স্বাস্থ্য বিধি মেনে করা নজর দাঁড়িতে চলছে বিসর্জন। করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে চলছে বিসর্জন। এই মুহূর্তে বাড়ির দুর্গা ঠাকুর বিসর্জন চলছে। বিকেলের দিকে ক্লাব ও আবাসনের ঠাকুর বিসর্জন হওয়ার কথা। করা হয়েছে দুটি টাওয়ার সেখানে ঢাকির ঢাক বাজাচ্ছে।প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে এন কে ডি এ কর্মীরা। তারাই প্রতিমা গাড়ি থেকে নামানো থেকে শুরু করে জলে ভাসিয়ে দেওয়ার কাজ করছে।
আরও পড়ুন…রায়গঞ্জে পুজোর প্রচারে ” সেফ ড্রাইভ সেভ লাইফ “
প্রতিমা বিসর্জন এর সাথে সাথে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। প্রতিমার সাথে প্রায় পাঁচ জন কে ঘাট অব্দি যেতে দেওয়া হচ্ছে। নজর দাঁড়িতে রয়েছে বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ।