নিজস্ব সংবাদদাতা, হুগলি:- তৃনমুল ও পুলিশ যৌথ ভাবে সন্ত্রাস চালাচ্ছে। এমন অভিযোগ নিয়ে আরামবাগের এস ডি পি ও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা সায়ন্তন বসু,রাজু বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। বিজেপির অভিযোগ গোঘাটের বিজেপি কর্মী মৃত গণেশ রায়ের পরিবারের সদস্যদের কিডন্যাপ করেছে পুলিশ। পুলিশ ও তৃণমূল কংগ্রেস যৌথভাবে তাদের অপহরণ করে লুকিয়ে রেখেছে। এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্বের। এরই প্রতিবাদে আরামবাগ এসডিপিও অফিসে সামনে বিজেপির কর্মসূচি । বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ অভিযোগ করেন পুলিশ তৃণমূলের হার্মাদদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে পুলিশ।অবিলম্বে আরামবাগের পুলিশ আধিকারিক নির্মল কুমার দাস এর পদত্যাগ করা দরকার। সব মিলিয়ে আরামবাগের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।